• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এক নজরে বাংলাদেশ-ভারতের টেস্ট একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ নভেম্বর ২০১৯, ০৯:৫০
bangladesh-in-india-
ছবি- সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে এটা বাংলাদেশের জন্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচও।

সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়া সাদা পোশাকে খেলতে নামছে বাংলাদেশ। মুমিনুল হকের অধিনায়কত্বে ভারতের মাটিতে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে টাইগাররা।

গেলো ছয় বছরে দেশের মাটিতে খেলা ২৬ টেস্টে মাত্র একটি হেরেছে ভারত। এদিন দুজন পেসার ও দুজন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

জায়গা হয়নি মুস্তাফিজর রহমানের। রয়েছেন সাদমান ইসলামের সঙ্গে ওপেনার হিসেবে রয়েছেন ইমরুল কায়েস। মিডল অর্ডারে দেখা যাবে মোহাম্মদ মিঠুনকে। বিপরীতে তিনজন পেসার ও দুজন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা।

ভারত একাদশ

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh