• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের জয়ে সৌরভের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ নভেম্বর ২০১৯, ১২:১৮
বিসিসিআই বাফুফে সৌরভ গাঙ্গুলি

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। তাও আবার ভারতের মাটিতেই ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটির এই জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

দিল্লির দূষণের কারণে ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জোরালো দাবি ওঠে। ভারতীয় দলের পক্ষ থেকে অবশ্য দিল্লিতে ম্যাচ খেলায় কোনও সমস্যা নেই বলে পরিষ্কার করে বলা হয়। অন্যদিকে বাংলাদেশ দলকে মুখে পরিবেশ দূষণ রোধক মাস্ক পরে প্রস্তুতি সারতে দেখা যায়।

রোববার সন্ধ্যায় ভারতের রাজধানী শহরের দূষণ উপেক্ষা করে ম্যাচ খেলে দর্শকদের মনে রাখার মতো লড়াই উপহার দেয়ায় দুই দলকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

টুইটে বিসিসিআই সভাপতি সৌরভ লিখেছেন, ‘কঠিন পরিস্থিতিতে দুই দলকে খেলার জন্য ধন্যবাদ। টাইগারদের অভিনন্দন জানিয়ে প্রিন্স অব কলকাতা খ্যাত সাবেক এই ক্রিকেটার লিখেছেন, ‘সাবাশ বাংলাদেশ’।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বেঙ্গালুরুকে বেচে দেওয়ার আহ্বান জানালেন ভূপতি
X
Fresh