itel
logo
  • ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৫৫ জন, আক্রান্ত ২৭৩৮ জন, সুস্থ হয়েছেন ১৪০৯ জন: স্বাস্থ্য অধিদপ্তর

‘করোনা আক্রান্ত ক্রিকেটারদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ পিসিবির’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
|  ২৮ জুন ২০২০, ১৫:১৭ | আপডেট : ২৮ জুন ২০২০, ১৫:২৬
PCB treats Corona cricketers like mother-in-law
ইনজামাম উল হক
ইংল্যান্ড সফরের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করে ২০ সদস্যের দল নিয়ে রোববার সকালে ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা করেছে পাকিস্তান। তবে দল ঘোষণার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শর্ত ছিল দুইবার করোনা টেস্ট করাতে হবে এবং দুইবারেই ফল নেগেটিভ আসতে হবে।

এরজন্য নিজ নিজ শহরে প্রথমবার পরীক্ষা দেয়ার পর লাহোরে হবে দ্বিতীয় পরীক্ষা। গত ২২ ও ২৩ জুন প্রথমবার পরীক্ষায় ১০ ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলে। এরপর থেকে সবাই আইসোলেশনে থেকেছেন।

তবে মোহাম্মদ হাফিজ নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করালে তাতে নেগেটিভ ফলাফল আসে। এরপর বেকায়দায় পড়ে যায় পিসিবি। এমনকি দেশটির করোনা পরীক্ষাও প্রশ্নের মুখে পড়ে।

তবে সপ্তাহ না পেরুতেই দ্বিতীয়বার পরীক্ষায় আক্রান্ত হওয়া দশ ক্রিকেটারের মধ্যে ৬ জনের রেজাল্ট আসে নেগেটিভ! যদিও দলের সঙ্গে তাদের নেয়া হচ্ছে না।

এরিমধ্যে দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক দাবি করেছেন, করোনা পজিটিভ হওয়া ক্রিকেটারদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে পিসিবি।

ইনজামাম তার ইউটিউভ চ্যানেলে বলেছেন, দলের যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের খোঁজ নিচ্ছে না পিসিবি। এমনকি পিসিবির চিকিৎসক দল তাদের ফোনও ধরছে না। এটা খুব বাজে ব্যপার।

হাফিজের ব্যপারেও নাখোশ হয়েছেন সাবেক এই অধিনায়ক। এরজন্য পিসিবিকেও দায় দিচ্ছেন তিনি।

‘আমি মনে করি এতে পিসিবির দোষ আছে। যারা করোনা পজিটিভ হয়েছে তাদের একাডেমীতে রাখা যেত। এখানেই তাদের দেখভাল করা হতে পারত। ওরা তো আমাদেরই খেলোয়াড়। তাহলে কেন তাদের বাড়িতে আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে।’

এমআর/

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬২৪১৭ ৭২৬২৫ ২০৫২
বিশ্ব ১১৩৮২৯৫৪ ৬৪৪০২০৭ ৫৩৩৪৭৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়