• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

বর্ণবাদকে না বলুন: মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০২০, ১৪:২১
Mushfiqur Rahim Bangladesh
মুশফিকুর রহিম

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বজুড়ে। নিজ নিজ অবস্থান থেকে সবাই বর্ণবাদ বিরোধী প্রতিবাদ করছেন। বাদ যাচ্ছে না ক্রীড়াবিদরাও। বিশ্বের নানা প্রান্তে কখনও দলের পক্ষ থেকে আবার অনেকে ব্যক্তিগতভাবে এর সঙ্গে একত্মত্বা প্রকাশ করেছেন। এবার বর্ণবৈশ্যমের বিরুদ্ধে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে এই তারকা লিখেছেন, ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।’

করোনাকালে খেলা বন্ধ রয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি লাইভ অনু্ষ্ঠানে যোগ দিয়ে মুশফিক জানিয়েছেন ব্যাট হাতে মাঠে নামার জন্য তর সইছে না তার। এমনকি ব্যক্তিগত অনুশীলন করার জন্য আবেদন করেছিলেন এই উইকেট রক্ষক-ব্যাটসম্যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ক্রিকেটারদের ঝুঁকির মুখে ফেলতে চায় না তারা। এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে, দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন পাপন
সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বিসিবির
আম্পায়ার জেসিকে নিয়ে যা বললেন পাপন  
নারী আম্পায়ার ঘিরে বিতর্ক : যা বলছে ক্লাবগুলো
X
Fresh