logo
  • ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৮১ জন, সুস্থ হয়েছেন ৮১৬ জন, নমুনা পরীক্ষা ১১৪৩৯টি: স্বাস্থ্য অধিদপ্তর

দীর্ঘ ২ মাস পর প্রকাশ্যে এলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৬ মে ২০২০, ১৮:২৯ | আপডেট : ০৭ মে ২০২০, ১১:৩৫
lionel-messi
লিওনেল মেসি
সাধারণত লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ এক সঙ্গেই অনুশীলনে আসেন। কখনও মেসি আবার কখনও সুয়ারেজ নিজ নিজ গাড়িতে একে অপরকে লিফট দেন। তবে বুধবার চিত্রটা ছিল ভিন্ন। প্রায় দুই মাস পর প্রাণ ফিরেছে স্প্যানিশ ফুটবলের। স্বেচ্ছায় গৃহবন্দি থাকার পর অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার তারকারা।

৭ মার্চ লা লিগার ম্যাচে রিয়াল সোসিওদাদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচে ০-১ এ জয় পায় কাতালানরা। সবশেষ ১৩ মার্চ অনুশীলন করেছিল মেসি নেতৃত্বাধীন দলটি প্রায় দুই মাস পর  অনুশীলনের মাঠ সিওট্যাট এসপোর্টিভা জোয়ান গাম্পারে যোগ দিয়েছেন খেলোয়াড়রা।

বার্সেলোনার ক্যাসেলডিফলেসে পরিবারসহ স্বেচ্ছায় গৃহবন্দী ছিলেন মেসি। এদিন নিজেই গাড়ি চালিয়ে অনুশীলনে যোগ দিলেন।

সবার আগে সার্জিও রাবার্তো, ইভান রাকিটিচ, ক্লেমন্ট লেঙ্গলেট, মার্ক- আন্দ্রে টের স্টেগেন প্রবেশ করেন। দ্বিতীয় ধাপে ফ্রাঙ্কি ডি জঙ্গ, নেলসন সেমেডো, আর্থুর মেলো ও মার্টিন বার্থওয়েটকে দেখা যায়। কমপ্লেক্সে উপস্থিত হতে দেখা যায় লুইস সুয়ারেজ, আঁতোয়া গ্রিজমানদেরও। সবাইকে দেখা যায় মুখে মাস্ক দেয়া অবস্থায়। এসময় তাদের হাতে গ্লাভসও ছিল।

খেলোয়াড়-কর্মকর্তাদের করোনা টেস্ট করার পর শুরু হবে একক অনুশীলন। এরপর ছোট ছোট দলে ভাগ করে পুরোদমে ঘাম-ঝড়াবে স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। 

স্থগিত হওয়া লিগ আগামী জুনের মধ্যে ফেরাতে চায় লিগ কর্তৃপক্ষ। 

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৯৫৩৪ ১০৫৯৭ ৬৭২
বিশ্ব ৬২৬৩৯১১ ২৮৪৬৭১৩ ৩৭৩৮৯৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়