• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সবাই রাজি হলেও আপত্তি ওজিলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ এপ্রিল ২০২০, ১৬:৪৩
mesut ozil
মেসুত ওজিল

করোনাভাইরাসের প্রকোপে আর্সেনালের খেলোয়াড়রা পারিশ্রমিক কম নিতে সম্মত হলেও রাজি হননি দলের সবচেয়ে দামি খেলোয়াড় মেসুত ওজিল।

করোনার থাবায় লিগ বন্ধ হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে ইংলিশ ক্লাবকে। তাই খেলোয়াড়দের বেতন কেটে রাখার সিদ্ধান্ত নেয় আর্সেনাল। বিপরীতে খেলোয়াড়রা জানিয়ে দেন বেতন কম নিতে আগ্রহী নন তারা।

গেল কয়েকদিন ধরে বেতন কাটার বিষয়টি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল দলটি। শেষ পর্যন্ত সবাই রাজি হন। সোমবার রাতে গানারদের পক্ষ থেকে জানানো হয়, বার্ষিক পারিশ্রমিকের ১২.৫ শতাংশ কম অর্থ নিতে রাজি হয়েছেন লন্ডনের ক্লাবের প্রথম সারির খেলোয়াড় ও কোচিং স্টাফরা। যদিও জার্মান তারকা ওজিল এতে সম্মতি প্রকাশ করেননি।

আর্সেনালে প্রতি সপ্তাহে ৩৫ লাখ পাউন্ড পান ওজিল। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারের বরাতে ডেইলি মিরর জানায়, দলের সবার সিদ্ধান্তের প্রতি ওজিলের সম্মান রয়েছে। তিনি চান অন্যরাও তার সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করুক।

ওজিলের মতে, এখনই তিনি বেতন কম নিতে আগ্রহী নন। পরিস্থিতিতে আরও একটু নজর দিতে চান। হয়তো আগামীতে বেতন কম নিতে রাজিও হতে পারেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেলসির জালে আর্সেনালের গোল উৎসব
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
লুটনকে উড়িয়ে শীর্ষে ম্যান সিটি
রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে রুখে দিলো আর্সেনাল
X
Fresh