• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিলামে ওঠা বাটলারের জার্সি থেকে উঠল বড় অংকের অর্থ

স্পোরটস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১৬:০৩
নিলামে ওঠা বাটলারের জার্সি থেকে উঠল বড় অংকের অর্থ
জস বাটলারের বিশ্বকাপ ফাইনালের জার্সি

ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে যুক্তরাজ্যের অবস্থা। একের পর এক মৃত্যুতে ভারি হয়ে উঠছে দেশটি। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা গিয়ে ঠেকল ছয় হাজারে। আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার পার।

এমন দুর্যোগকালে যে যেখান থেকে পারছে বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত। যেমনটা বিশ্বকাপ জয়ী দলের সদস্য জস বাটলার তার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জার্সি তুলেছিলেন নিলামে। যার সব অর্থই করোনা ফান্ডে দান করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

বাটলারের এমন উদ্যোগে সাড়া পড়ে বেশ। শেষ পর্যন্ত সেটি বিক্রি হয়েছে ৬৫ হাজার পাউন্ডে।

মঙ্গলবার নিলাম বন্ধ হওয়া পর্যন্ত জার্সিটি ৮২টি বিড পেয়েছিল এবং ক্রেতা তা শেষ পর্যন্ত কিনে নেন ৬৫ হাজার ১০০ পাউন্ডে।

বিক্রি হবার আগের দিন বাটলার বলেছিলেন, এটি আমার কাছে বিশেষ একটি জার্সি। তবে আমি মনে করি এটি জরুরি কারণের জন্য ব্যবহার হলে তার মূল্য অনেক বেড়ে যাবে।

বাটলার একাই নন, দেশের এমন বিপদের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশটির নারী ও পুরুষ ক্রিকেটাররা। সাদা ও লাল বলের চুক্তিতে থাকা ২২ ক্রিকেটার (পুরুষ) সরকারের করোনা অনুদানে দান করেছেন ৫ লাখ পাউন্ড।

জশ বাটলার তার বিশ্বকাপের জার্সি তুলেছিলেন নিলামে তেমনটা নারী দলের অধিনায়ক হিদার নাইট যোগ দিয়েছেন স্বোচ্ছাসেবীর কাজে।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh