logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২০, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৪১ জন শনাক্ত, মৃত্যু ২২ জন, সুস্থ হয়েছেন ৩৪৬ জন, ৪৮টি ল্যাবে ৮০১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, শনাক্তের হার ১৯ দশমিক ২২ শতাংশ: স্বাস্থ্য অধিদপ্তর

জুনে কোনো ম্যাচ নয়: ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৫ এপ্রিল ২০২০, ১২:২৪ | আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১২:২৭
জুনে কোনো ম্যাচ নয়: ফিফা
করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেছে অলিম্পিকের মতো আসর। স্থগিত হয়ে গেছে সব দেশের সব প্রতিযোগিতামূলক খেলাধুলা। ফিফাও তাই সিদ্ধান্ত নিয়েছে আগামী জুন মাসে নির্ধারিত সকল আন্তর্জাতিক ম্যাচ স্থগিত করার।

গত শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয় ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকের পর।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিফা-কনফেডারেশনসের কার্যনির্বাহী দল, তাদের প্রথম বৈঠক শেষে সর্বসম্মতভাবে বেশ কয়েকটি প্রস্তাবনা অনুমোদন করেছে।

এছাড়া ফিফা-কনফেডারেশনসের ওয়ার্কিং গ্রুপ পরিস্থিতি পর্যবেক্ষণ করার সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

জুনে শুধু ছেলেদের ম্যাচই নয়, নারীদেরও সকল আন্তর্জাতিক ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত  হয়েছে।

এছাড়া করোনাভাইরাসের কারণে অলিম্পিক এক বছর পিছিয়ে যাওয়ায় ফিফা প্রস্তাব করেছে গ্রুপ- ১৯৯৭ সালের পর জন্মগ্রহণকারী খেলোয়াড়দের বয়স যোগ্যতার নিয়মে এবং অতিরিক্ত বয়সের তিনজন খেলোয়াড় রাখার।

এমআর/

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৮২৯২ ৭৯২৫ ৫৪৪
বিশ্ব ৫৬৪১২০৫ ২৪০৭০২৩ ৩৪৯৭০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়