• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করোনা তহবিলে বিসিসিআইয়ের বড় অর্থের অনুদান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০২০, ২২:৩২
করোনা তহবিলে বিসিসিআইয়ের বড় অর্থের অনুদান

বিশ্ব আজ মহা বিপদের মুখোমুখি। আর এমন সময়ে ঐক্যবদ্ধ হয়ে গেছে গোটা দুনিয়া। শেষ কবে এমন হয়েছিল সেটা হয়তো পঞ্জিকা খুঁজেও বের করা বেশ মুশকিল হবে। যে যার অবস্থান থেকে রুগ্ন এই পৃথিবী সারাতে এগিয়ে আসছেন।

ক্রীড়াঙ্গনও তার বাইরে নয়। ফুটবল থেকে ক্রিকেট, প্লেয়ার থেকে সংগঠক , বাদ যায়নি সংস্থাগুলোও। এই যেমন ব্যক্তিগতভাবে দেশের সুবিধা বঞ্চিত মানুষকে ৫০ লক্ষ টাকার চাল দেবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে তাই বলে দেশের প্রতি দায়বদ্ধতা এড়িয়ে যায়নি ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

আজ বিসিসিআই ঘোষণা দিয়েছে করোনা ভাইরাস মোকাবেলায় গঠিত সরকারী ফান্ডে ৫১ কোটি রুপি অনুদান দেবে বিসিসিআই। তাদের এই অর্থ ব্যয় জরুরি পরিস্থিতিতে।

শুধু বিসিসিআই নয়, ভারতীয় ক্রিকেটাররাও করে যাচ্ছেন সাধ্যমত। এই যেমন জাতীয় দলের বাইরে থাকা সুরেশ রায়নার অনুদান ৫০ লাখের বেশী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও অনুদানের ব্যাপারে তেমন কিছু না জানালেও বাংলাদেশ দলের ২৭ ক্রিকেটার দান করেছেন তাদের বেতনের অর্ধেক অর্থ। তবে বিসিবি নিয়েছে এক অভিনব উদ্যোগ। চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের সংস্থাটি দেবে ৩০ হাজার টাকা করে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh