• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনার বিপক্ষে লড়তে ৫০ লাখ রুপি দান শচীনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ মার্চ ২০২০, ১৫:০২
করোনার বিপক্ষে লড়তে ৫০ লাখ রুপি দান শচীনের
শচীন টেন্ডুলকার

ভারতে লক-ডাউন স্বত্বেও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২৪ জন, মারা গেছেন ১৭ জন। এমন অবস্থায় উদ্বিগ্ন গোটা ভারত।

করোনাভাইরাসে উদ্বিগ্ন হলেও এই লড়াইয়ে টিকে থাকতে হবে। তাই ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার।

গত বুধবার নেরেন্দ্র মোদির করোনা তহবিলে ২৫ লাখ ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর তহবিলে দান করেচেন ২৫ লাখ রুপি।

দান করেই থেমে যাননি শচীন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালাচ্ছেন সতর্কতার বাণী। কীভাবে হাত ধুলে জীবাণু ধ্বংস হবে, একে অপরের থেকে কতটা দূরত্ব বজায় রাখতে হবে, কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

শচীন ছাড়াও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি কলকাতার একটি সংস্থার সঙ্গে মিলে দান করেছেন ৫০ লাখ রুপি। ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টিন হোম করারও প্রস্তাব দেন তিনি।

এছাড়া গুজরাটের পুলিশকে দিয়েছেন ৪ হাজার মাস্ক দিয়েছেন পাঠান দুই ভাই ইরফান ও ইউসুফ। বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১ লাখ রুপি দিয়েছেন পুনের একটি এনজিওকে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh