logo
  • ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২০, ১৪ চৈত্র ১৪২৬

সরকার চাইলে ইডেনেও হবে কোয়ারেন্টিন সেন্টার : সৌরভ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ মার্চ ২০২০, ১৩:১০ | আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৩:২৭
'সরকার চাইলে ইডেনেও হবে কোয়ারেন্টিন সেন্টার'
ছবি- সংগৃহীত
গোটা দুনিয়া অচল হয়ে পড়েছে কোভিড-১৯ নামক করোনাভাইরাসের প্রভাবে। সব কিছুই স্থবির হয়ে পড়ে আছে বিশ্বজুড়ে। যে যেভাবে পারছেন সাবধানে থাকছেন।

ক্রীড়াঙ্গনেও পড়েছে এর ব্যাপক প্রভাব। পিছিয়েছে টোকিও অলিম্পিক, লা-লিগাসহ বড় বড় সব ক্রীড়া আসর। পিছিয়ে গেছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরও।

এরইমধ্যে ২১ দিনের জন্য লক-ডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধান নরেন্দ্র মোদি। এ পর্যন্ত পাঁচশর বেশি মানুষ আক্রান্ত হয়েছে ভারতে, মারা গেছেন ১১ জন।

অবস্থা যখন ভয়াবহতার দিকে এগুচ্ছে তখন রাজ্য সরকারকে (ওয়েস্ট বেঙ্গল) দারুণ একটা প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি।

পিটিআই-কে দেয়া সাক্ষাতকারে সৌরভ বলেন, রাজ্য সরকার চাইলে ইডেন্স গার্ডেন দিয়ে দিব হোম কোয়ারেন্টিন করার জন্য। এখানে সব রকমের সুযোগ সুবিধা আছে হোম কোয়ারেন্টিন করার মতো।

শুধু ইডেন্স গার্ডেনকে হোম কোয়ারেন্টিন করার কথা বলেই শেষ করে দেননি সৌরভ। বিসিসিআই থেকেও যদি কোনো সাহায্য লাগে সেটিও করবেন বলে জানান প্রিন্স অব কলকাতা।

‘এখনই উপযুক্ত সময় মানুষের জন্য কিছু করা। এটা নিয়ে আমি সচিব জয় শাহ-এর সঙ্গে কথা বলব। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এমআর/সি

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়