logo
  • ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২০, ১৫ চৈত্র ১৪২৬

করোনা সচেতনতায় নিজের নাম বদলে ফেলেছেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৪ মার্চ ২০২০, ২১:০৮ | আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:১০
করোনা সচেতনতায় নিজের নামই বদলেছেন অশ্বিন
বিশ্বব্যাপী করোনাভাইরাস রূপ নিয়েছে মহামারীতে। চীন, ইতালি তথা ইউরোপ ঘুরে পৌঁছেছে দক্ষিণ এশিয়ায়। প্রায় একশ কোটির জনগোষ্ঠীর ভারতেও এরিমধ্যে কোভিড-১৯ নামক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১৯ জন, মারা গেছেন ১০ জন।

আজ মঙ্গলবার মধ্যরাত থেকে আগামী ২১ দিন লক-ডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। বোঝাই যাচ্ছে, দেশটির অবস্থা খুব একটা ভালো নয়।

এর জন্য যে যেখান থেকে পারছেন সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে ক্রিকেট পাগল জাতি খ্যাত ভারতে এসব দিক থেকে ক্রিকেটারদেরকেই বেশি প্রাধান্য দেয় সাধারণ মানুষ। তাই বিভিন্নভাবে সচেতন করে চলছেন ক্রিকেটাররা।

এরমধ্যে দারুণ ব্যপার ঘটিয়েছেন অল-রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। বদলে ফেলেছেন টুইটারে নিজের নাম। শুধু নাম পাল্টেই ক্ষান্ত হননি, পোস্ট করেই চলছেন সচেতনতামূলক।

‘আমাদের মনে রাখতে হবে, এই দেশটা জনবহুল। এখানে তথ্য পৌঁছানোর উপায়ও নেই সবার কাছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটা মহা বিপর্যয় হবে।’

বারবার সাবধান করছেন দেশের মানুষকে। পরামর্শ দিয়েছেন ঘরে থাকার। টুইটারে তাই নিজের নাম বদলে রেখেছেন, ‘লেটস স্টে ইনডোরস ইন্ডিয়া’।

এমআর/

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়