• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এই যুদ্ধে জিততে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: তামিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মার্চ ২০২০, ১৯:৪৬
যুদ্ধ সর্বোচ্চ সতর্ক তামিম

মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। গোটা বিশ্ব অচল হবার উপক্রম। বাংলাদেশে কোভিড-১৯ এর সংক্রমণে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুসহ ২৪ জন আক্রান্ত হয়েছে। কোয়ারেন্টিনে আছেন প্রায় ১৪ হাজার মানুষ।

বন্ধ হয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনও। এই ক্রান্তিকালে সাধারণ মানুষকে সতর্ক করে চলছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল একটি ভিডিও বার্তা দিয়েছেন ফেসবুক ফ্যান পেজে। যেখানে তিনি বলেছেন, করোনাভাইরাসের বিপক্ষে যুদ্ধ জয় করতে হলে হতে হবে সর্বোচ্চ সতর্ক।

তামিম ইকবালের ভিডিও বার্তায় বলেছেন, ‘করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে, বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। উদ্বিগ্ন হবার কিছু নেই। তবে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে দুটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। প্রথমত সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়ম মেনে বার বার হাত ধুতে হবে এবং চোখ মুখ, নাকে হাত দেয়া যাবে না। দ্বিতীয়ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

‘করোনাভাইরাসের বিপক্ষে জিততে হলে আমাদের সবাইকে একসাথে দায়িত্ব পালন করতে হবে। খুব প্রয়োজন না হলে বাসার বাইরে না যাওয়া, ভিড় থেকে দূরে থাকা আর বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলা উচিৎ।’

‘আমাদের নিজের জন্য, পরিবারের জন্য আর দেশের জন্য স্যাক্রিফাইস করতে হবে। বয়স্কদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন, তাদের অনুরোধ করবো, তারা যেন নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।’

‘কেউ মিথ্যে বা গুজব ছড়াবেন না। আর গুজবে কানও দিবেন না। আমি আর আমার ফ্যামিলি সব কিছু মেনে চলার চেষ্টা করছি। সবাই দায়িত্বের সঙ্গে চলাফেরা করলে আমরা এই লড়াই জিততে পারবো।’
এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তেই জিম্মিদের ফিরিয়ে দিবে হামাস
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
X
Fresh