• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

টেস্ট, টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডেও খেলবে দুই দল

তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জানুয়ারি ২০২০, ১৯:৩১
ছবি- সংগৃহীত

তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিলে তিন টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। জানুয়ারির শেষ সপ্তাহে ছোট সংস্করণের তিন ম্যাচ খেলে দেশে ফিরে আসবে টাইগাররা। এরপর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রথম টেস্ট খেলবে দল-দুটি। এপ্রিলের শুরুর দিকে একমাত্র ওয়ানডে আর দ্বিতীয় টেস্ট খেলতে আবারও পাকিস্তানে যেতে হবে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের।

মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

দুবাইতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রধান কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ও পিসিবির মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দুই দল। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচটি রাওয়াল পিন্ডিতে বসবে ৭-১১ ফেব্রুয়ারি।

২২ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টি-টোয়েন্টির এই টুর্নামেন্ট শেষ হবার পর এপ্রিলের ৩ তারিখ করাচিতে ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠেই দ্বিতীয় টেস্টেও মুখোমুখি হবে দল দুটি।

পিসিবির চেয়ারম্যান এহসান মনি বলেন, ক্রিকেটের জন্য দুই দেশ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটিকে স্বাগত জানাই। ধন্যবাদ জানাতে চাই আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে। তার বলিষ্ঠ নেতৃত্বেই দুই দেশ এমন সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন পাপন
সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বিসিবির
আম্পায়ার জেসিকে নিয়ে যা বললেন পাপন  
নারী আম্পায়ার ঘিরে বিতর্ক : যা বলছে ক্লাবগুলো
X
Fresh