• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

উইজডেনের গত দশকের সেরা ওয়ানডে একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ ডিসেম্বর ২০১৯, ২০:১৪
উইজডেনের গত দশকের সেরা ওয়ানডে একাদশে সাকিব

সাকিব আল হাসানকে আপনি ভুলতে চাইলেও পারবেন না। ক্রিকেট থেকে বাইরে আছেন প্রায় দেড়-মাস হলো। প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবেন না এক বছর, সঙ্গে স্থগিত নিষেধাজ্ঞা যোগ হয়েছে এক বছরের।

জুয়াড়ির প্রস্তাব পেয়ে সেটি গোপন রাখার অভিযোগে শাস্তি ভোগ করছেন সাকিব আল হাসান। আগামী এক বছরে দেশের হয়ে মিস করবেন প্রায় ৩৩টি (তিন ফরম্যাট) আন্তর্জাতিক ম্যাচ।

কিন্তু এর আগে সাকিব যেসব করে দেখিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে, সেসব ভুলতে দিবে না সাকিবকে। আজ রোববার 'ক্রিকেটের বাইবেল' নামে পরিচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক কর্তৃক ঘোষিত হয়েছে গত এক দশকের সেরা একাদশের তালিকা।

যেখানে জায়গা হয়েছে দেশের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের।

গত দশ বছরে সাকিব ১৩১টি ওয়ানডেতে ৩৮.৮৭ গড়ে করেছেন ৪ হাজার ২৭৬ রান। এক ম্যাচে সর্বোচ্চ রান ছিল অপরাজিত ১২৪ । এছাড়া বল হাতে নিয়েছেন ১৭৭ উইকেট। বেস্ট বোলিং ফিগার ছিল ৫-২৯।

সবশেষ বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নিয়েছিলেন সাকিব। ব্যাট হাতে ৬১১ রান ও ১০ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি অল-রাউন্ন্ডার।

সাকিব ছাড়াও এই একাদশে আছেন: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও ডেল স্টেন।

সাকিবকে নিয়ে মন্তব্য করেন এই একাদশ তৈরিকারী সাংবাদিক ড্যান নরক্রস, পিল ওয়াকার, অ্যাডাম কলিন্স ও ইয়াস রানা।

অ্যাডাম কলিন্স বলেন, আমি মনে করি, সাকিব আমাদের সমস্যার সমাধান করে দিয়েছে। দলে বাটলার, ধোনি থাকলেও দলে একজন অতিরিক্ত স্পিনারের দরকার আছে।

ইয়াস রানা বলেন, গত দশ বছরে সাকিবের কৃতিত্ব অসামান্য। সব স্পিন বোলারের মধ্যে সাকিবের উইকেট সংখ্যা বেশি।

ড্যান নরক্রস বলেন, সাকিব তিন নম্বর ব্যাটসম্যান হিসেবেই পারফেক্ট। কিন্তু ভিরাট কোহলই থাকায় সেটি হয়নি।

আরো পড়ুন

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবকে এক নজর দেখতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র
আবারও ভক্তের ওপর চড়াও সাকিব
জায়েদ খানের স্বর্ণের ফোন ফেলে দেওয়ার রহস্য ফাঁস
‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে’
X
Fresh