• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা আসছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধি দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ নভেম্বর ২০১৯, ১৫:২৪
manchester united
ছবি- সংগৃহীত

আগামী বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। এই উপলক্ষে দেশের প্রতিটি ক্রীড়া সংস্থা নানা আয়োজন করতে চলেছে। বাংলাদেশ ফুটবল ফেডেরেশনেরও (বাফুফে) রয়েছে নানা পরিকল্পনা। এর অংশ হিসেবে ঢাকায় ইউরোপের একাধিক জনপ্রিয় ফুটবল ক্লাবকে আনতে আগ্রহী দেশের ফুটবলের সবোর্চ্চ সংস্থা।

বিশেষ এই আয়োজনকে কেন্দ্র করে বাফুফের এমন ডাকে সাড়া দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রাজধানী ঢাকায় ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলটি একটি প্রীতি ম্যাচ খেলতে পারে।

এই ম্যাচকে কেন্দ্র করে মঙ্গলবার এক দিনের সফরে ঢাকায় আসছে ঐতিহ্যবাহী এই দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল।

ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। পর্যবেক্ষক দল কাঠামোগত দিকগুলো পর্যবেক্ষণ করে ইতিবাচক প্রতিবেদন দিলেই নিশ্চিত সফরটি নিশ্চিত হবে।

সব ঠিক থাকলে গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রাক-মৌসুমের ম্যাচ খেলতে দেখা যাবে ওলে গানার সোলসকায়েরের শিষ্যদের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র
X
Fresh