• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

শাস্তিটা বেশি হয়েছে, আপিল করব: শাহাদাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৯, ১৯:৪৭
শাস্তিটা বেশি হয়েছে, আপিল করব: শাহাদাৎ
ফাইল ছবি

সতীর্থকে পেটানোর দায়ে ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন। গেল রোববার খুলনায় ঢাকা বিভাগের হয়ে খুলনা বিভাগের বিপক্ষে খেলছিলেন শাহাদাত হোসেন রাজীব।

ম্যাচের এক পর্যায়ে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে বল উজ্জ্বল করে দিতে বলেন শাহাদাত। তাতেই বাঁধে গণ্ডগোল।

‘মাথা সবারই গরম থাকে। আমিও মানুষ। আমি মারামারি করি নাই। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম। আমি তো ফিক্সিং করি নাই, বড় ভাই হিসেবে শাসন করেছি শুধু।’ সন্ধ্যায় আরটিভি অনলাইনকে এভাবেই বলেন শাহাদাত হোসেন।

জাতীয় দলের সাবেক এই ফাস্ট বোলারের কথা মতে, আরাফাত বলের শাইন করতে অপারগতা জানায়। তখন মোহাম্মদ শহীদই প্রথমে এসে আরাফাতকে ধমক দেয়। এরপর আমি ধাক্কা দিয়ে সরিয়ে দেই। এটাই আমার অপরাধ।