logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০, ২২ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৬৫৪ জন, সুস্থ হয়েছেন ১৮৯০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ আসনে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৪ অক্টোবর ২০১৯, ০৯:৪৪ | আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৬:৪২
Sourav Ganguly
সৌরভ গাঙ্গুলি
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। রোববার বোর্ডের বৈঠকে প্রথমে ব্রিজেশ প্যাটেলের নাম শোনা জাচ্ছিল। পড়ে জানা যায়, সভাপতি পদে মনোনয়ন জমা দিতে চলেছেন দেশটির অন্যতম সফল এই অধিনায়ক। দায়িত্ব নেয়ার পর দশ মাস পরেই তাকে নিয়ম অনুযায়ী তিন বছরের জন্য বাধ্যতামূলক কুলিং অফে যেতে হবে তাকে।

আগামী ২৩ অক্টোবর বিসিসিআই’র নির্বাচন। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে রোববার রাতে দফায় দফায় দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধান পদটি নিয়ে চলছিল নানা জল্পনা। সাবেক সভাপতি এন. শ্রীনিবাসনের মনোনীত ব্রিজেশই পেতে চলেছিলেন পদটি। যদিও রাত বাড়তে থাকলে শেষ পর্যন্ত ৪৭ বছর বয়সী সৌরভের নামটিই চূড়ান্ত করা হয়।

দেশটির গণমাধ্যমগুলোর মতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পছন্দেই সৌরভকে দায়িত্বটি দেয়া হচ্ছে। এদিকে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ এই নেতার ছেলে সাবেক ক্রিকেটার জয় শাহ হচ্ছেন বিসিসিআই’র নতুন সচিব।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ইমরুল কায়েসের শতক ভাবাবে নির্বাচকদের
---------------------------------------------------------------

বোর্ড সিদ্ধান্ত অনুযায়ী, সৌরভ-জয় বিরুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বী থাকবেন না। এদিকে বোর্ডের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধূমাল। ব্রিজেশ প্যাটেলকে দেখা যেতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান পদে।

গেল চার বছর ভারতীয় বোর্ডের কোনও কমিটি ছিল না। দেশটির সুপ্রিম কোর্ট নিয়োজিত ক্রিকেট প্রশাসক কমিটি (সিওএ) বিনোদ রাইয়ের নেতৃত্বে বোর্ডের কার্যক্রম চালানো হচ্ছিল। 

চার বছর পর বোর্ডের নির্বাচন হচ্ছে। প্রথম ক্রিকেটার হিসেবে দেশটির ক্রিকেট বোর্ডের দায়িত্বগ্রহণ করতে চলেছেন ‘দাদা’ খ্যাত এই তারকা ব্যাটসম্যান। যদিও সৌরভকে বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি পদ ছাড়তে হবে।

ওয়াই/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৬৬৭৪ ১৪১৭৫০ ৩২৬৭
বিশ্ব ১৮৭২২০৯০ ১১৯৩৬৭৬৪ ৭০৪৬৭৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়