• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতে মোদির পর শ্রদ্ধেয় ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৯
ms dhoni
ছবি- সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরেই মহেন্দ্র সিং ধোনিকে দেশটির মানুষ সবচেয়ে বেশি শ্রদ্ধা করে। এমনটাই জানাচ্ছে সমীক্ষা। বিশ্বব্যাপী ৪১টি দেশের মোট ৪২ হাজার মানুষকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল ইউগভ। এর মধ্যে দু’টি আলাদা বিভাগ রাখা হয়। বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় পুরুষ ও নারীকেই আলাদা করে বেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির ২০১৯ সালের সার্ভে রিপোর্টের বরাতে এনডিটিভি জানায়, ভারতে মোদির পরেই পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি মানুষকে অনুপ্রাণিত করেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। এদিকে বক্সার মেরি কমকে নারী হিসাবে সবচেয় বেশি মানুষ শ্রদ্ধা করেন।

সমীক্ষা জানিয়েছে, মোদীর ‘অ্যাডমিরেশন রেটিং’ ১৫.৬৬%, ধোনি ৮.৫৮%। এই তালিকায় তিনে রয়েছেন রতন টানা রেটিং ৮.০২%। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ৭.৩৬%, বিল গেটস ৬.৯৬%।

ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার শচিন টেন্ডুলকারের রেটিং ৫.৮১%, দেশটির বর্তমান অধিনায়ক বিরাট কোহলির রেটিং ৪.৪৬ %।

নারীদের মধ্যে মেরি কমের অ্যাডমিরেশন রেটিং ১০.৩৬%। এরপরেই রয়েছেন কিরণ বেদী, লতা মঙ্গেশকর, সুষমা স্বরাজ ও দীপিকা পাড়ুকোন।

এদিকে ভারতে লিওনেল মেসি থেকেও ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন এগিয়ে। জুভেন্টাসের হয়ে খেলা পর্তুগিজ অধিনায়কের রেটিং ২.৯৫%। অন্যদিকে বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকার রেটিং ২.৩২%।

ইউগভ’র সার্ভে আরও জানিয়েছে যে, আন্তর্জাতিক তারকাদের হেলথ, ওয়েলনেস অ্যান্ড বিউটি/ পার্সোনাল কেয়ার/, টেকনোলজি/ অটোমোটিভ, ফ্যাশন, অ্যাপারেল অ্যান্ড অ্যাকসেসরিজ, ফুড, ড্রিঙ্ক অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের মতো বিষয়গুলো নিয়ে তাদের সচেতনতা, পছন্দ এবং বিশ্বাসযোগ্যতার মতো বিষয়গুলোও এখানে দেখা হয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেন্নাইয়ের হয়ে খেলা এবং ধোনিকে নিয়ে যা বললেন মোস্তাফিজ
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
যত টাকা বেতন পান আনুশকা-বিরাটের দেহরক্ষী
যে বোলারের বিপক্ষে মাত্র দুটি বাউন্ডারি মেরেছেন ধোনি
X
Fresh