logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪২ জন, আক্রান্ত ২৯৯৫ জন, সুস্থ হয়েছেন ১১১৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মেন্ডেসের দাবি, জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৬ জুন ২০১৯, ২০:৫১ | আপডেট : ০৬ জুন ২০১৯, ২১:০৩
অবশেষে নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ব্রাজিলীয় মডেল নাজিলা ত্রিনদাদে মেন্ডেস ডি সুজা মুখ খুললেন। অভিযোগ আনার পর মেন্ডেজ ডি সুজা একটি ভিডিও প্রকাশ করেছেন। এরপর মেন্ডেস দাবি করেছেন, নেইমারকে বার বার নিষেধ করার পরও সে আগ্রাসী হয়ে জোরপূর্বক আমার সঙ্গে যৌন সম্পর্ক করেন।

প্যারিসের একটি হোটেলে ঘটে যাওয়া এই ঘটনার পর একটি ভিডিও ফুটেজও প্রকাশ্যে এসেছে। এক মিনিটের এই ভিডিওতে যদিও পরিষ্কার নয়, নেইমার যে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন।

শুরুতে দু’জনকেই দেখা যায় বেশ অন্তরঙ্গ অবস্থায়। খানিকক্ষণ পরেই দেখা যায় নেইমারকে আঘাত করছেন মেন্ডেস। এরপর নেইমারও পাল্টা আঘাত করেন।

ব্রাজিলের একটি টিভি চ্যানেলে মেন্ডেস জানান, নেইমারের সঙ্গে যৌন মিলন করতে সম্মতি ছিল আমার।

ওই অনুষ্ঠানে মেন্ডেস বলেন, আমি যখন নেইমারকে জিজ্ঞেস করি, তার কাছে কনডম আছে কিনা? সে বলে, তার কাছে নেই। এরপর আমি অসম্মতি জানাই যৌন সম্পর্ক স্থাপনে। আমি অসম্মতি জানানোর পর সে জোর করতে থাকে। আমি তাকে বারবার থামতে বলার পরও সে থামেনি বরং আমার সাথে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করে।

মেন্ডেস আরও বলেন, আমি এখন বিচার চাই। ও আমাকে শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও আঘাত করেছে। আমি ওর শাস্তি চাই।

এমআর/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়