• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ক্যারিবীয় বোলারদের শাসাচ্ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০১৯, ২২:৩৫

সাকিব তো বলই হারিয়ে ফেললেন ছয় হাঁকিয়ে। তামিম তার অভিজ্ঞতার প্রমাণ রেখেছেন ভালোমতোই। সৌম্য সহজ করে দিয়ে গেছেন বাকি ব্যাটসম্যানদের কাজটা। বাংলাদেশের এবার জয়ের অপেক্ষা।

ডাবলিনের ক্যাসেল এভিনিউতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের ২৬১ রানের সংগ্রহ ঠিকঠাক মতো টপকে যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা।

উদ্বোধনী জুটিতে তামিম-সৌম্যের কাছ থেকে আসে ১৪৪ রান। মাথাটা আরেকটু ঠাণ্ডা রাখলে হয়তো শত রানের মাইলফলকটা ছুঁয়েও ফেলতে পারতেন সৌম্য সরকার। ৬৮ বলে ১১৬ মিনিট ব্যাটিং করে খেলেছেন ৭৩ রানের ইনিংস।

তামিম যেন আজ ধৈর্যের পরীক্ষা দিতে নেমেছেন। বলে রানে রয়েছে ব্যাপক ফারাক। সৌম্যর বিদায়ের পর তামিমের সঙ্গী হলেন সাকিব আল হাসান।

দুইজনে মিলে এগুচ্ছিলেন ঠিকঠাক। ইনিংসের শুরুতে সাকিব কিছুটা অগোছালো ব্যাটিং করলেও ঠিকই হাল ধরেছেন দলের।

সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের চোখ রাঙানো ব্যাটিংও আজ ধ্বসে পড়েছিল মাশরাফি-সাকিবদের সামনে। মাশরাফি ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে নেন ৩ উইকেট।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ২ উইকেটে ২০৭ রান। সাকিব তামিমের জুটিটা ভালোমতোই এগুচ্ছিল কিন্তু খেই হারালেন তামিম। ১১৬ বলে ৮০ রান করে বিদায় নেন এই ওপেনার। সাকিব আছেন ৩৭ রানে। সাকিবের সঙ্গে আছেন মুশফিকুর রহিম।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
X
Fresh