• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ত্রিদেশীয় সিরিজ দেখাবে যেসব চ্যানেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০১৯, ১৮:৪৮
ছবি- সংগৃহীত

৫ মে থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজটাই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির মূল পর্ব ধরা হচ্ছে। তাই টাইগারদের জন্য কঠিন পরীক্ষাও বটে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা আগামী ২৩ মে পর্যন্ত যে কারোরই সুযোগ আছে বিশ্বকাপের দলে জায়গা করে নেয়ার। যে কারণে ১৯ সদস্যের দল পাঠানো হয়েছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য।

এই সিরিজে বাংলাদেশ বিশ্বকাপের দলটা খেলালেও বিশ্বকাপের দলে থাকা বেশিরভাগ খেলোয়াড়কে ত্রিদেশীয় সিরিজের দলে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে আয়ারল্যান্ড তো খেলারই সুযোগ পায়নি বিশ্বকাপে।

রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের ম্যাচ।