• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আর্জেন্টাইন ভক্তদের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০১৯, ১২:৫৩
অ্যাঞ্জেল ডি মারিয়া

বিশ্বকাপের পর কেটে গিয়েছে আটমাস। জাতীয় দলের হয়ে আর খেলতে নামেননি লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইনের মতো বড় তারকারা। তবে কয়েকদিন আগে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন বার্সেলোনা অধিনায়ক মেসি ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা ডি মারিয়া।

ভেনেজুয়েলা ও মরোক্কোর বিরুদ্ধে প্র্রীতি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলে এই দুই সিনিয়রকে ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি।

ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর জাতীয় দল নিয়ে গণমাধ্যমে মুখ খুলেননি তারা। তবে দুই জনই নতুন মৌসুমে ক্লাব ফুটবলে নিজেদের সেরা ফর্মে রয়েছেন।

--------------------------------------------------------
আরো পড়ুন: জাতীয় দলের সঙ্গে মেসির অনুশীলনের ছবি দেখেছেন?
--------------------------------------------------------

পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩৯ ম্যাচে ১৬টি গোল করেছেন ডি মারিয়া। ১৩টি গোল করিয়েছেন এই মিডফিল্ডার কাম উইঙ্গার।

যদিও ডি মারিয়া ভক্তদের জন্য দুঃসংবাদটি হচ্ছে জাতীয় দলের ট্রেনিং সেশনে যোগ দিলেও মাঠে নামা হচ্ছে না তার। পেশির চোটের কারণে আসন্ন দুটি প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন ৩১ বছর বয়সী এই তারকা।

বিষয়টি নিশ্চিত করেছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কর্তৃপক্ষ।

আগামী ২৩ মার্চ রোববার মাদ্রিদে ভেনেজুয়েলা এবং চারদিন পর খেলবে তানজিয়ারে মরোক্কোর বিরুদ্ধে খেলা হচ্ছে না তার।

আরো পড়ুন:

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
X
Fresh