• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রুবেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ মার্চ ২০১৯, ১২:২৫
বিমানবন্দরে পুত্রের মাথায় চুমু খাচ্ছেন রুবেল

ব্রেন টিউমারের চিকিৎসা করাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।

বৃহস্পতিবার বেলা ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

জানা গেছে, বিপিএল চলাকালীন সময়ে প্রায় রাতেই খিঁচুনি দেখা দিতো জাতীয় দলের স্পিনার রুবেলের শরীরে। এর জন্য কয়েকবার ডাক্তারের স্বরণাপন্নও হন ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার।

সদ্য শেষ হওয়া বিপিএলে খেলেছেন মাত্র ১টি ম্যাচ। ১ ফেব্রুয়ারিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২৩ রানে নেন এক উইকেট। এরপর আর গোটা আসরে দ্বিতীয় ম্যাচ খেলা হয়নি মোশাররফ হোসেন রুবেলের।

এদিকে দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়ে ছেলেকে নিয়ে একটি আবেগঘন স্টাটাস দিয়েছেন এই স্পিনার।

বৃহস্পতিবার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে রুবেল লিখেন, বাবা তোমাকে মিস করবো। শুভাকাঙ্ক্ষীরা, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসবো সবার মাঝে। ভালোবাসি সবাইকে।

গত সপ্তাহে নিজের ব্রেন টিউমার সম্পর্কে জানতে পারেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার রুবেল। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অ্যাপোয়েন্টমেন্টও (সাক্ষাতের নির্ধারিত সময়) ঠিক করেছেন।

রুবেলের উন্নত চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। ইতোমধ্যে রুবেলের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাসহ বিসিবির বিভিন্ন কর্মকর্তারা। দুঃসময়ে সতীর্থ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেককে পাশে পেয়ে ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছেন। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ খুব বেশি না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট সফল একজন ক্রিকেটার।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৩০৫ রানের পাশাপাশি ৩৯২টি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ব্যাট হাতে ১৭৯২ রানের পাশাপাশি বল হাতে ১২০টি উইকেট নিয়েছেন মোশাররফ রুবেল।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh