• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রোহিত-শিখরের শতরানের জুটিতে বড় সংগ্রহের পথে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ মার্চ ২০১৯, ১৫:১০
শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। (ফাইল ছবি)

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। যেখানে লক্ষ্য ছিল তৃতীয় ম্যাচ জিতে সিরিজ দখলে নেয়ার সেখানে ভারতকে হারিয়ে অ্যারোন ফিঞ্চ নেতৃত্বাধীন দলটি আবারও লড়াইয়ে ফিরে আসে।

এমন অবস্থায় ভারতের সব থেকে চিন্তার জায়গা ছিল দলের ওপেনিং জুটি। প্রথম তিন ম্যাচেই ফ্লপ ছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। কঠিন সময় হোক বা সহজ কখনওই ভরসা দিতে পারেননি তারা। তবে রোববার টস জেতার পর ব্যাট মোহালিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এদিন ঠিকই জ্বলে উঠেছেন রোহিত-শিখর।

রানের চাকার সচল রাখার পাশাপাশি তুলে নিয়েছেন শতরানের জুটিও। নিজের ২৮তম হাফ সেঞ্চুরি তুলে ৬৫ বলে ৬০ রান করেছেন শিখর। অন্যদিকে ৫২ বলে ৪১ রান করে ক্রিজে রয়েছেন রোহিত। ১৮ ওভার শেষে দলের সংগ্রহ ১০৩ রান।


------------------------------------------
আরো পড়ুন: রাহির জোড়া আঘাতের পর বৃষ্টির রাজত্বে শেষ তৃতীয় দিন
------------------------------------------

অস্ট্রেলিয়া দল

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশ্টন টার্নার, অ্যালেক্স ক্যারি (উইকেট কিপার), ঝাই রিচার্ডসন, প্যাট কামিন্স, জেসন বেহেনড্রফ, অ্যাডাম জাম্পা।

ভারত দল

শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেট কিপার), কেদার যাদব, বিজয় শঙ্কর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরাহ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh