• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কম্বোডিয়ার বিপক্ষে এক দশক পরও ফল একই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মার্চ ২০১৯, ১৯:৩৪
২৪ নম্বর জার্সিতে মো, রবিউল হাসান ও ১৬ নম্বর জার্সিতে মাহবুবুর রহমান সুফিল। (ফাইল ছবি)

ফিফা র‌্যাংকিংয়ে ২০ ধাপ এগিয়ে থাকা কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির অবস্থান ১৭২। অন্যদিকে লাল-সবুজদের প্রতিনিধিরা অবস্থান করছে ১৯২তম স্থানে। শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে জেমি ডে’র শিষ্যরা।

কম্বোডিয়ার রাজধানী নমপেনের জাতীয় অলেম্পিক স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি দিয়েছেন মো. রবিউল ইসলাম।

প্রায় ১০ বছর পর কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নেমে এদিন নিজেদের জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখল জামাল ভূঁইয়ার দল। ২০০৬ সালের প্রথমবারের মতো কম্বোডিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এএফসি চ্যালেঞ্জ কাপে ২-১ গোলে জয় পেয়েছিল লাল-সবুজরা। এর পরের দেখায় ড্র করেছিল দুই দল। ২০০৭ সালের আগস্টে নেহেরু কাপে ১-১ গোলে থামে দলদুটি। সবশেষ দেখা হয়েছিল দল দুটির ২০০৯ সালের এপ্রিলে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ দল। একদশক পর একে অপরের মুখোমুখি হয়ে ফের জয় পেয়েছে বাংলাদেশ। ফলাফলও একই।

এদিন শুরু থেকে দাপট দেখালেও ফিনিশিংয়ের ব্যর্থতার বিষয়টি বার বার প্রকাশ পাচ্ছিল। প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নাবিব নেওয়াজ জীবন-মাসুক মিয়া জনিরা।

প্রথমার্ধে দুই দলই খালি হাতে ফিরে যায়। বিরতির পর মাঠে ফেরার পর ফেরে দাপট দেখায় সফরকারীরা। যদিও কোনো ফল না আসায় খেলোয়াড় বদল করেন বাংলাদেশ কোচ জেমি ডে।

ম্যাচের ৮৩তম মিনিটে বদলি খেলোয়াড় মাহবুবুর রহমান সুফিলের বাড়ানো বলটি প্রতিপক্ষের জালে জড়ান ২২ বছর বয়সী মো. রবিউল হাসান।

শেষ প্রান্তে এসে স্বাগতিকরা বেশ কয়েকবার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে টিম বাংলাদেশ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
ইউরোর আগে নিষিদ্ধ হতে পারে স্পেনের ফুটবল!
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
X
Fresh