• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইংল্যান্ড থেকে সবটাই কেড়ে নিলো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৫

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ আগেই হয়েছিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও জিততে পারেনি ক্রিকেটের জনকরা। এবার দুই ম্যাচ টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হয়ে সফর শেষ করেছে ইংলিশরা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সাদা পোশাকের শেষ ম্যাচটি জিতে নিয়েছে তিন উইকেটে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সোমবার ম্যাচের চতুর্থ দিনে জয়টি তুলে নেয় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে শেষ ইনিংসে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন মাহমুদুল হাসান। এছাড়া ৫১ রান করে তানজিদ হাসান ও ৭৬ রানের ইনিংস খেলে জয়ের জন্য অবদান রাখেন তৌহিদ হৃদয়। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ম্যাচটি নিজেদের করে নিতে সক্ষম হয় টাইগার যুবারা।

নিজেদের প্রথম ইনিংসেও মাহমুদুল ৭৪ রানের ইনিংস কার্যকরী ইনিংস খেলেছিলেন মাহমুদুল।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯

৩৩৭ ও ২২৩/৮

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯

২২৮ ও ৩৩৭/৭

ফল

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ৩ উইকেটে জয়ী

ম্যান অব দ্যা ম্যাচ

মাহমুদুল হাসান

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh