DMCA.com Protection Status
  • ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬

মাঠের বাইরে মেসির জাদু

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৬ | আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৪
পাঁচ বারের ব্যালন ডি অ’র, চার বার চ্যাম্পিয়নস লিগ, নয়বার স্প্যানিশ চ্যাম্পিয়নসহ অসংখ্য ব্যক্তিগত ও দলীয় শিরোপা রয়েছে লিওনেল মেসি নামটির সঙ্গে। বার্সেলোনার এই আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে মুগ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ফুটবল প্রেমীরা।   

৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাম-পায়ের জাদুর জন্য ভক্তরা তাকে জাদুকর হিসেবে উপাধি দিয়েছেন। এবার মাঠের বাইরেও ‘জাদু’ দেখালেন মেসি। আর এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি স্টুডিওতে একটি পানীয়র বিজ্ঞাপনে নিজের নৈপুণ্য দেখিয়েছেন মেসি। খানিকটা পানীয় ভর্তি বোতলটাকে তিনি বসিয়েছিলেন ফুটবলের ওপর। এরপর একটি রিং লক্ষ্য করে শট নিলেন। বলটাকে শুধু রিংয়ের মধ্যে দিয়ে পারই করালেন না, এমনই ট্রিক শট নিলেন যে, বোতলটিও একটি পাক খেয়ে ঠিক দাঁড়িয়ে থাকল ফ্লোরের ওপর। যা চোখে না-দেখে বিশ্বাস করা প্রায় অসম্ভব।নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিওটি পোস্ট করেছেন বার্সেলোনা অধিনায়ক। 

ওয়াই

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়