logo
  • ঢাকা বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

সালার নিখোঁজ হওয়া বিমানের অংশে মিলেছে দেহাবশেষ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৭ | আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৭
ইংলিশ প্রিমিয়ার লিগের দল কার্ডিফ সিটিতে নাম লিখিয়েছিলেন এমিনিয়ানো সালা। ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাব নান্তেস থেকে পাড়ি জমাতে চেয়েছিলেন প্রিমিয়ার লিগে। একারণে গত ২১ জানুয়ারি যাত্রা করেছিলেন কার্ডিফের উদ্দেশে। তবে সেই যাত্রাকালে ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে যাওয়ার পথে নিখোঁজ হয় তার বহনকারী বিমানটি। আর্জেন্টাইন এই ফুটবলার ছাড়াও বিমানটিতে ছিলেন শুধুমাত্র পাইলট।

bestelectronics
কিছুদিন উদ্ধার অভিযান চালিয়েও কোনও হদিস না মিললে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান বন্ধ করে দেয়া হয়। তবে সালার পরিবারের নিজ উদ্যোগে বেসরকারিভাবে চলে উদ্ধার অভিযান।

১৩ দিন পর সোমবার এয়ার এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (আইআইবি) সন্ধান চালিয়ে বিমানের কিছু ধ্বংসাবশেষ পায়। সেই ধ্বংসাবশেষে মানবদেহের একটি অস্তিত্ব পায় বলে জানায় আইআইবি।

সংস্থাটির উদ্ধার অভিযানের প্রধান ডেভিড মিয়ার্নস জানান, পানির নিচে একটি ভিডিও ফুটেজে বিমানের ধ্বংসাবশেষের ভেতর দেহের অস্তিত্ব রয়েছে। তবে আমরা নিশ্চিত নই সালা বা পাইলট ডেভিড ইবটসন কার দেহাবশেষ সেটি।

২৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড সালা নান্তেসের হয়ে ১২০ ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন।

এস/ডি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়