• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস লিগে আন্ডারডগদের বাজিমাতের রাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ রাউন্ডের গ্রুপ ম্যাচগুলোর বেশিরভাগই অঘটন হিসাবেই চিহ্নিত হয়ে রইল৷ অবশ্য তার জন্য নক-আউটের হিসাবে খুব একটা গড়মিল হয়নি৷ প্রত্যাশিত দলগুলিই গ্রুপের বাধা টপকে শেষ ষোলতে প্রবেশ করেছে৷

শেষ রাউন্ডের প্রথম দিনে বড় দলগুলোকে হতাশ হতে হয়নি৷ তবে দ্বিতীয় দিনে একাধিক ম্যাচে চমক দেখিয়েছে আন্ডারগডরা৷ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠ বার্নাবুতেই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা দিয়েছে সিএসকেএ মস্কো৷

রাশিয়ার সেরা ক্লাবটি ৩-০ গোলে জয় দিয়ে শুরু গ্রুপের শেষ দিনের অঘটন৷ পরে একইভাবে অঘটনের শিকার হতে হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসকেও৷ যদিও রিয়াল, ম্যানইউ ও জুভেন্টাস, তিনটি দলই নিরাপদে শেষ ষোলতে জায়গা করে নিয়েছে৷

স্যান্টিয়াগো বার্নাব্যুতে ফিওদোর শালোভ, জর্জি শেনিকোভ ও সিগার্ডসনের গোলে রিয়ালকে পরাস্ত করে মস্কো৷ অন্যদিকে নিজেদের ঘরের মাঠে ভ্যালেন্সিয়া ২-১ গোলে হারিয়ে দেয় রেড ডেভিলদের৷ ভ্যালেন্সিয়ার দু’টি গোলের মধ্যে একটি ইউনাইটেড তারকা ফিল জোনসের আত্মঘাতী৷

১৭ মিনিটে কার্লোস সোলের গোলে ১-০ এগিয়ে যায় ভ্যালেন্সিয়া৷ ৪৭ মিনিটে জোনসের আত্মঘাতী গোলে স্প্যানিশ দলটি ব্যবধান বাড়িয়ে ২-০ করে৷ ৮৭ মিনিটে রাশফোর্ডের গোলে ইংলিশ দলটি ব্যবধান কমিয়ে ২-১ করে৷


‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে ইয়ং বয়েজের কাছে ম্যানইউ’র মতোই ২-১ গোলে হেরে বসে জুভেন্টাস৷ ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে সুইস দলটিকে ১-০ এগিয়ে দেন গুইলাউম হোয়ারাউ৷ ৬৮ মিনিটে হোয়ারাউই ইয়ং বয়েজের ব্যবধান বাড়িয়ে ২-০ করেন৷

ম্যাচের ৮০তম মিনিটে পাউলো দিবালার গোলে স্কোরলাইন ২-১ করে জুভেন্টাস৷ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দিবালা দ্বিতীয়বার ইয়ং বয়েজের জালে বল জড়ালেও ক্রিশ্চিয়ানো রোনালদো অফসাইডে থাকায় বাতিল হয় গোলটি৷

ইউরোপের অন্যতম সেরা তিন দল হারলেও ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জয় তুলে নেয় ম্যানচেস্টার সিটি৷ ১৬ মিনিটে আন্দ্রেজ ক্রামারিচের পেনাল্টি গোলে হফেনহেইম এগিয়ে যায়৷ প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১) গোল করে ম্যাচে সমতা ফেরান লেরয় সানে৷

৬১তম মিনিটে জার্মান উইঙ্গার সানের গোলেই এগিয়ে যায় ম্যান সিটি। অন্যদিকে আয়াক্সের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের ম্যাচ ৩-৩ গোলের ড্র’য়ে নিষ্পত্তি হয়েছে৷

আগামী ১৭ ডিসেম্বর শেষ ষোল’র ড্র আয়োজন করা হবে। এর পরই সূচি প্রকাশ করা হবে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
দারুণ জয়ে টেবিলের শীর্ষে লিভারপুল
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
X
Fresh