• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হেটমেয়ারকে ফেরালেন রুবেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০

সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। দুই ম্যাচের টেস্ট সিরিজে হেরে নুইয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ানোর কথা শুনিয়েছিল ওয়ানডে সিরিজ শুরুর আগে।

কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতেই ৫ উইকেটে হেরে যায় সফরকারীরা। সেই ম্যাচে হারের পর রোস্টন চেজ জোর দিয়েই বলেছিলেন, আমরা জিততে এসেছি, হারতে নয়।

সফরকারীদের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনাটা আজ ভালোমতোই কাজে লাগাচ্ছে বলা যায়।
টস জিতে গত ম্যাচের মতো আর আগে ব্যাটিং নেননি ক্যারিবীয় দলপতি। আগে বোলিং করে বাংলাদেশকে আটকে ফেলেন ২৫৫ রানেই।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার চন্দ্ররপল হেমরাজকে ব্যক্তিগত ৩ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপর ড্যারেন ব্রাভো আর শাই হোপ মিলে গড়েন ৬৫ রানের জুটি।

ব্রাভো ২৭ রানে ফিরলে স্যামুয়েলস ব্যাট চালান ধীরে। ৪৫ বলে ২৬ রান করে দলের ভীত মজবুত করেন এই ডান হাতি ব্যাটসম্যান।

মুস্তাফিজুর রহমানের বলে স্যামুয়েলস বিদায় নেন। ১০ বলে ১৪ রান করে রুবেল হোসেনের বলে বিদায় নেন শিমরন হেটমায়ার।

হোপ তার কক্ষপথে আছেন ঠিকঠাক। তার ব্যাটেই আশা জাগছে ক্যারিবীয়দের সিরিজে ফেরার। হোরে সঙ্গে যোগ দিয়েছেন রোভম্যান পাওয়েল।

এখন পর্যন্ত অপরাজিত আছে ৭৭ রানে। দলীয় সংগ্রহ ৩৩ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
X
Fresh