• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

সাকিবকে রেখে দিল হায়দারাবাদ, মুস্তাফিজকে ছেড়ে দিলো মুম্বাই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ নভেম্বর ২০১৮, ১২:২৩

২০১৯ সালের ২৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল)। বিগত সাত আসরের মতো এবারও বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শেষ তিন আসরে কাটার মাস্টার মুস্তাফিজ খেললেও এবার তাকে দলে রাখেনি মুম্বাই ইন্ডিয়ানস। তাই নিলামে উঠতে হবে এই বাম হাতি পেসারকে।

এদিকে কার্লোস ব্রাফেট, এলেক্স হেলস, ক্রিস জর্ডানের মতো তারকা ক্রিকেটারকে ছেড়ে দিলেও সাকিব আল হাসানকে রেখে দিয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দারাবাদ। এবারের আসরের অংশগ্রহণকারী আটটি দল তাদের রেখে দেয়া ও ছেড়ে দেয়া খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে। এছাড়া কিছু খেলোয়াড়কে বেঁচে নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েছে ফ্রাঞ্জাইজিগুলো।

একনজরে এবারের বিভিন্ন দলের ধরে রাখা, বাদ পড়া ও ট্রেড করা ক্রিকেটারদের তালিকা দেখা হলো-

> সানরাইজার্স হায়দ্রাবাদ

রিটেইনড প্লেয়ার যারা

বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, দীপক হুদা, মানিশ পান্ডে, নাটারাজন, রিকি ভুই, সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কাউল, শ্রীভাটস গোস্বামী (উইকেটরক্ষক), খলিল আহমেদ, ইউসুফ পাঠান, বিলি স্ট্যানলেক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রশিদ খান, মোহাম্মদ নবী ও সাকিব আল হাসান।

বাদ পড়েছেন যারা- শচীন বেবি, তন্ময় আগারওয়াল, ঋদ্ধিমান সাহা, ক্রিস জর্ডান, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যালেক্স হেলস, বিপুল শর্মা ও মেহেদী হাসান।

ট্রেড- দিল্লী ডেয়ারডেভিলসকে শিখর ধাওয়ানকে দিয়ে দলে নিয়েছে অভিষেক শর্মা, বিজয় শঙ্কর ও শাহবাজ নাদিমকে।

>রাজস্থান রয়্যালস

রিটেইনড প্লেয়ার যারা আজিঙ্কা রাহানে, কৃষ্ণাপ্পা গৌতম, সাঞ্জু স্যামসন, শ্রেয়াশ গোপাল, আরিয়ামান বিরলা, মিধুন, প্রশান্ত চোপড়া, স্টুয়ার্ট বিন্নি, রাহুল ত্রিপাঠি, বেন স্টোকস, স্টিভ স্মিথ, জস বাটলার, জফ্রা‌ আর্চার, ইশ সোধি, ধাওয়াল কুলকার্নি, মাহিপাল লোমরর।

বাদ পড়েছেন যারা- ডি আর্কি শর্ট, বেন লফলিন, হেইনরিখ ক্ল্যাসেন, ড্যান প্যাটারসন, জহির খার, দুশমন্থ চামিরা, জয়দেব উনাদকাট, অনুরিত সিংহ, অঙ্কিত শর্মা ও জতিন সাক্সেনা।

>চেন্নাই সুপার কিংস

রিটেইনড প্লেয়ার যারা মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ফ্যাফ ডু প্লেসিস, মুরালি বিজয়, রবীন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, মিচেল স্যান্টনার, ডেভিড উইলি, ডোয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, কেদার জাদব, আম্বাতি রায়ডু, হরভজন সিং, দীপক চাহার, আসিফ, কারন শর্মা, ধ্রুব শোরে, জগদীশন, শার্দুল ঠাকুর, মোনু কুমার ও চৈতন্য বিষ্ণ।

বাদ পড়েছেন যারা- মার্ক উড, কনিষ্ক শেঠ, শিটিজ শর্মা।

>কিংস ইলেভেন পাঞ্জাব

রিটেইনড প্লেয়ার যারা লোকেশ রাহুল, ক্রিস গেইল, অ্যান্ড্রু টাই, মায়াঙ্ক আগারওয়াল, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান, করুন নায়ার, ডেভিড মিলার ও রবিচন্দন অশ্বিন।

বাদ পড়েছেন যারা- অ্যারন ফিঞ্চ, আক্সার প্যাটেল, মোহিত শর্মা, যুবরাজ সিং, বারিন্দার স্রান, বেন ডারশুয়িস, মনোজ তিওয়ারি, আকাশদ্বীপ নাথ, প্রদীপ সাহু, মায়াঙ্ক ডাগার ও মঞ্জুর দার।

ট্রেড- মার্কাস স্টয়নিস্কে নিয়েছে মনদ্বীপ সিংয়ের বিনিময়ে।

>রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রিটেইনড প্লেয়ার যারা ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, পাওয়ান নেগি, নাথান কোল্টার নিল, মইন আলি, মোহাম্মদ সিরাজ, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সৌদি, উমেশ যাদব, নবদ্বীপ সাইনি ও কুলওয়ান্ত খেরজ্রোলিয়া।

বাদ পড়েছেন যারা- ব্রেন্ডন ম্যাককুলাম, কোরি অ্যান্ডারসন, কুইন্টন ডি কক, মন্দ্বীপ সিং, ক্রিস ওকস ও সরফরাজ খান।

ট্রেড- মার্কাস স্টয়নিসকে দিয়ে নিয়েছে মন্দ্বীপ সিংকে।

>কলকাতা নাইট রাইডার্স

ধরে রেখেছে যাদের- দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লীন, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শুবমান গিল, পিযুশ চাওলা, কুলদ্বীপ যাদব, প্রসীধ কৃষ্ণা, শিভাম মাভি, নিতিশ রানা, রিংকু সিং ও কমলেশ নাগারকোটি।

বাদ পড়েছেন যারা- মিচেল স্টার্ক, মিচেল জনসন, টম কুরান, ক্যামেরুন ডেলপোর্ট, ইশাঙ্ক জাজ্ঞি, বিনয় কুমার, অপুর্ভ ওয়াঙ্খাড়ে ও জ্যাভব সার্লেস।

>দিল্লী ডেয়ারডেভিলস

ধরে রেখেছে যাদের- শ্রেয়াশ আইয়ার, রিশাব পান্ট, পৃথ্বী শ, অমিত মিশ্র, আবেশ খান, হার্শাল প্যাটেল, রাহুল তেওয়াটিয়া, জায়ান্ত যাদব, মানজোত কালরা, কলিন মুনরো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, সান্দ্বীপ লামিছানে ও ট্রেন্ট বোল্ট।

বাদ পড়েছেন যারা- গৌতম গম্ভীর, জেসন রয়, জুনিয়র ডালা, লিয়াম প্ল্যাংকেট, মোহাম্মদ শামি, সায়ান ঘোষ, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, গরকিরাত সিং মান ও নামান ওঝা।

ট্রেড- শিখর ধাওয়ানকে নিতে ছেড়েছে অভিষেক শর্মা, বিজয় শঙ্কর ও শাহবাজ নাদিমকে।

>মুম্বাই ইন্ডিয়ান্স

রিটেইনড প্লেয়ার যারা রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ক্রুনাল পান্ডিয়া, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক মারকান্দে, রাহুল চাহার, অনুকূল রয়, সিদ্ধেশ লাড, আদিত্য টারে, কুইন্টন ডি কক, এভিন লুইস, কাইরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকলেনাঘান, অ্যাডাম মিলনে ও জেসন বেহরেনডর্ফ।

বাদ পড়েছেন যারা- সৌরভ তিওয়ারি, প্রদীপ সাংওয়ান, মহসিন খান, মোহাম্মদ নিধেশ, শারাদ লুম্বা, তাজিন্দর সিং ডিলন, জেপি ডুমিনি, প্যাট কামিন্স, মুস্তাফিজুর রহমান ও আকিলা ধনঞ্জয়া।

ট্রেড- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে কুইন্টন ডি কক।

আরও পড়ুন :

এস/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবকে এক নজর দেখতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র
আবারও ভক্তের ওপর চড়াও সাকিব
জায়েদ খানের স্বর্ণের ফোন ফেলে দেওয়ার রহস্য ফাঁস
‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে’
X
Fresh