• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

মুমিনুল-মুশফিকে স্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ নভেম্বর ২০১৮, ১৪:২৩

দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দিনের শুরুতেই ৩৬ রানের মাথায় তিন উইকেটে হারিয়ে বিপাকে পড়া দলকে সামলে নিয়েছেন মুমিনুল হক-মুশফিকুর রহিম।

আজ রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চা-পানের বিরতিতে যাবার আগে মুমিনুল তুলে নিয়েছেন ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে মুশফিক আদায় করে নিয়েছেন সাদা পোশাকের ২০তম হাফসেঞ্চুরি।

৫৮ ওভারে বাংলাদেশের বর্তমান সংগ্রহ তিন উইকেট হারিয়ে ২০৭ রান। ১৬৪ বল খেলে মুমিনুলের সংগ্রহ ১১৫ রান। অন্যদিকে ১৩২ বল কেলে উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিক করেছেন ৭১ রান।

সকালে ব্যাট হাতে নেমে ১৬ বলে কোনো রান না করেই ফিরেছিলেন ইমরুল কায়েস। অন্যদিকে ৩৬ বলে ৯ রান তুলে আউট হন আরেক ওপেনার লিটন দাস। টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম ইনিংসে ৪ বলে শূন্য রানে ফিরেছেন মোহাম্মদ মিঠুন।

জিম্বাবুয়ের হয়ে দুটি উইকেট আদায় করেছেন কাইল জার্ভিস। একটি উইকেট শিকার করেছেন ডোনাল্ড ট্রিপানো।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্র্যান্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ব্র্যান্ডন মাভুতা, ডোনাল্ড ট্রিপানো, কাইল জারভিস, তেন্দাই চাতারা

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের
X
Fresh