• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিল-আর্জেন্টিনার অন্যরকম প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ নভেম্বর ২০১৮, ১৮:২০

বিগত কয়েক বছরে যারা কোনও দিন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার স্বপ্ন দেখেননি তারাই এবার কোপা আমেরিকায় অংশ নিতে যাচ্ছে। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, প্যারাগুয়ে, পেরু ও বলিভিয়া প্রথমবারের মতো খেলতে নামছে বামুন কোপা আমেরিকা টুর্নামেন্ট।

আয়োজক দেশ হিসেবে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে আর্জেন্টিনা।

বামুনরাও যে ফুটবল খেলতে পারে এই ধারণাকে ছড়িয়ে দেয়ার জন্য মূলত এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আর্জেন্টিনা বামুন দলের অধিনায়ক ফাসুন্ডো রোজাস।

রোজাস বলেন, আমরা বিশ্বের সবচেয়ে বৈষম্যমূলক গোষ্ঠী। ফুটবল খেলা, কাজ ও অধ্যয়নের মাধ্যমে আমরা এই ধারণাকে পরিবর্তন করতে যাচ্ছি।

এছাড়া এই আয়োজনে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় নিওনেল মেসির সমর্থন আছে বলে জানান আর্জেন্টাইন বামুন দলের আরও এক সদস্য ডিয়েগো সার্পিনিনি।

সার্পিনিনি বলেন, আমি লিওনেল মেসির সাথে দেখা করতে পেরেছিলাম। এই টুর্নামেন্ট সম্পর্কে তিনি ভাল কিছু শুনেছেন। যদি তিনি এটি সম্পর্কে শুনে থাকেন, তাহলে এর মানে হলো যে টুর্নামেন্ট অনেক আগ্রহ সৃষ্টি করবে।

ফুটবলের বিশ্বায়নে ফিফার নেয়া পদক্ষেপের মধ্যে এই আয়োজন অন্য এক মাত্রা যোগ করবে তা বলার অপেক্ষা রাখে না।

বামুনদের মাধ্যমে হলেও দুই দেশের সমর্থকরা অন্যরকম ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল দ্বৈরথ দেখতে পারবে সে আশা করাই যায়।

আরও পড়ুন :

এস/এমআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল ফুটবল প্রধানের পদ ফিরে পেলেন রদ্রিগেজ
X
Fresh