• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হ্যাটট্রিক করলেই কাজানে জমি পাবেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুলাই ২০১৮, ১৩:৪৮

আজ থেকে শুরু রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। প্রথম দিনে রাত ১২টায় কাজান অ্যারেনায় মুখোমুখি হব টুর্নামেন্টের ‍দুই হট ফেভারিট দল ব্রাজিল-বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেকে শতভাগ মেলে ধরতে পারেননি নেইমার। ৪ ম্যাচে করেছেন ২ গোল।

ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিল সুপারস্টার নেইমার হ্যাটট্রিক করলেই রাশিয়ার কাজান শহরে উপহার স্বরূপ জমি প্রদান করবেন কাজান অ্যারেনার মেয়র।

কাজানে চলতি বিশ্বকাপের শেষ ম্যাচ আজ। তাই আজকের ম্যাচকে নিয়ে নতুন পরিকল্পনা শহরটির মেয়র আইলাসার ম্যাস্টিন। রাশিয়ার নিউজ এজেন্সি তাসকে আইলাসার ম্যাস্টিন বলেছেন, নেইমার যদি একটি হ্যাটট্রিক করতে পারেন তাহলে আমরা তার জন্য স্পনসর খুঁজব। তাকে একখন্ড জমি আমরা উপহার দেব। আপনারা বুঝতে পারছেন নেইমারের দরজায় কত বড় উপহার অপেক্ষা করছে?

নেইমারকে অনুপ্রাণিত করতেই হয়ত কাজান অ্যারেনার মেয়র এই ঘোষণা দিয়েছেন। তবে নেইমারের দিকে তাকিয়ে থাকবে পুরো ব্রাজিল। চোট থেকে ফিরে এসে সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন নেইমার। বিশ্বকাপের শুরুতে ততটা ফর্মে না থাকলেও নেইমার দিন দিন নিজেকে ফিরে পাচ্ছেন। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন।

এবার বেলজিয়ামের বিপক্ষে নিজেকে মেলে ধরার পালা। সেলেসাওরা কোয়ার্টার ফাইনাল ম্যাচ সামনে রেখে কাজান অ্যারেনায় বৃহস্পতিবার অনুশীলন করেছে। শুক্রবার ব্রাজিল-বেলজিয়াম ম্যাচটি হবে কাজান অ্যারেনায় বিশ্বকাপের শেষ ম্যাচ।

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh