• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দলে নতুন মুখ নিয়ে ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ জুলাই ২০১৮, ১৯:৩২

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। আজ বুধবার অ্যান্টিগায় টস হেরে ব্যাট করছে সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটি।

নতুন কোচ স্টিভ রোডসের অধীনে এই ম্যাচে অভিষেক হচ্ছে আবু জায়েদ রাহীর। ২০০৭ সালের নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের পর এই ম্যাচ দিয়ে দলে ফিরলেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেট নিয়মিত পারফরম্যান্সের কারণেই দলে সুযোগ মিলেছে এই উইকেট কিপার ব্যাটসম্যানের।

অন্যদিকে গেলো আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে বাড়ি ফিরলেও প্রথম ও তৃতীয় ম্যাচে মোট তিনটি উইকেট তুলে নিয়েছিলেন রাহী।

এর আগে গেলো ফেব্রুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সুযোগ পান রাহী। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মেন্স করা এই ২৪ বছর বয়সী বোলার ফার্স্টক্লাস ক্রিকেটে ৬২ ম্যাটে ১৯২টি উইকেট নিয়েছেন।

ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে সপ্তাহখানেক আগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পাড়ি জমিয়েছিল টাইগাররা। বাউন্সি উইকেট হবার কারণে ভুগতে পারে ব্যাটসমস্যানদের। আর সেই বিষয়টি বিবেচনা করেই অনুশীলন সেরেছে বাংলাদেশ দল।

ক্যারিবিয়ান বোলারদের গতি আর বাউন্সের জন্যও বিশেষ প্রস্তুতি নিয়েছে দল। জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
X
Fresh