• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান বোল্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুন ২০১৮, ২২:৫২

৩২ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে আগামীকাল আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও দলের প্রাণভোমরা লিওনেল মেসি। গত বিশ্বকাপে শেষ মুহূর্তের গোলে আশাহত হতে হয় মেসিদের। কিন্তু এবার আর তেমনটি হতে দিতে চান না মেসিরা।

মেসিদের মতই বিশ্বের কোটি কোটি ভক্ত শিরোপার উঁচিয়ে ধরার ইচ্ছায় রয়েছে। তেমনি ব্যতিক্রম নন জ্যামাইকান গতিদানব উসাইন বোল্ট। তার মতে লিওনেল মেসি যদি ১৫ জুলাই লুঝনিকির বিজয়মঞ্চে শিরোপাটা উচিয়ে ধরেন, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

আর্জেন্টিনা দলের প্রাণভোমরা এই মুহূর্তে বিশ্বকাপের যোগ্য দাবিদার দলকেই নেতৃত্ব দিচ্ছেন। তাকে সময়ের সেরার স্বীকৃতি দিতেও কার্পণ্য নেই বোদ্ধাদের। তাইতো রাশিয়া বিশ্বকাপের ট্রফি মেসির হাতে দেখতে চান জ্যামাইকান গতি তারকা উসাইন বোল্টও।

নিজেকে আর্জেন্টিনার বড় ভক্ত উল্লেখ করে কিংবদন্তি বোল্ট বলেছেন, ‘মেসি দুর্দান্ত খেলোয়াড়। তার হাতে এবারের বিশ্বকাপের ট্রফি দেখতে চাই আমি। গত আসরে আমার পছন্দের দলটি দুর্দান্ত ফুটবল খেলেছে। ফাইনালেও ভালো খেলেছে তারা। কিন্তু ভাগ্য সঙ্গে না থাকায় হারতে হয়েছে।’

‘এবারও ফাইনালে উঠবে আর্জেন্টিনা’ -জানিয়ে অলিম্পিকের আটবারের গোল্ড মেডেলিস্ট বোল্ট বলছেন, ‘তবে এবার আর শিরোপা হাতছাড়া করবে না মেসিরা। আমার মনে হয়, আমাদের ভালো সুযোগ রয়েছে। আমার মনে হয়, আর্জেন্টিনা এবারও ফাইনালে উঠবে এবং বিশ্বকাপ জিতবে।’

আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সম্ভাবনা কতটুকু দেখছেন? এমন প্রশ্নের জবাবে বোল্ট বলেন, ‘নেইমার দলে ফিরেছে। সে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছে। বিশ্বকাপ দারুণ জমবে। কিন্তু কাপটা আমরাই (আর্জেন্টিনা) হয়তো জিতে নেব।’

এদিকে শুধু বোল্টই নয়। এর আগেও আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হুয়ান রোমান রিকুয়েলমে বলেন, লিওনেল মেসি সেরা ফর্মে থাকলে আর্জেন্টিনা ২০১৮ বিশ্বকাপ জিততে পারবে। তার বিশ্বাস, অধরা ওয়ার্ল্ডকাপ সাফল্যের জন্য আলবিসেলেস্তেদের সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন মেসি।

এক সাক্ষাৎকারে কিংবদন্তি এই মিডফিল্ডার বলেন, ‘আমরা আশা রাখি আমরা ভালো করবো। এই খেলোয়াড়রা ভালো করছে এবং সর্বোপরি মেসি। যদি মেসি ভালো থাকে তবে কোনো কিছুই জটিল নয়।’

‘আমি সাম্পাওলিকে (কোচ) চিনি না। এটা গুরুত্বপূর্ণ যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে। আমরা উদযাপন করতে চাই এবং যখন এখানে মেসির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকে, আপনি তাদের ওপর অনেক বেশি নির্ভর করতে পারেন।’-যোগ করেন রিকুয়েলমে।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গতিমানব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে উসাইন বোল্ট
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh