• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তান দলের স্মার্ট ওয়াচ ব্যবহারে আইসিসির নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক

  ২৬ মে ২০১৮, ২০:৫৬
পাকিস্তানি ব্যাটসম্যান আসাদ শফিক

এবার ক্রিকেট মাঠে স্মার্ট ওয়াচ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আনলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
লর্ডস টেস্টের প্রথমদিন স্মার্ট ওয়াচ পরে খেলতে নেমেছিলেন কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। আর এর পরেই উপমহাদেশের দলটির ক্রিকেটারদের আইসিসির দুর্নীতি দমন শাখার (আকসু) কর্মকর্তারা জানান, ক্রিকেট মাঠে স্মার্ট ওয়াচ পরে নামতে পারবেন না তারা।

তবে স্মার্ট ওয়াচের সাহায্যে পাকিস্তানের ক্রিকেটারের নিয়ম ভেঙে দুর্নীতিযুক্ত কিছু কাজ করেছেন এমনটা নয়। কিন্তু স্মার্ট ওয়াচের সাহায্যে তথ্য আদান-প্রদান করা যায়। আর এই কারণেই স্মার্ট ওয়াচ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা এনেছে আইসিসি।

পাকিস্তানের হাসান আলি বলেন, আকসুর কর্মকর্তারা আমাদের কাছে এসে জানান আমরা স্মার্টওয়াচ পরে মাঠে নামতে পারব না। তাই এর পর থেকে আর আমরা আর স্মার্ট ওয়াচ পরে মাঠে নামব না।

বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের মাঠের আশেপাশে কোনো প্রকার ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ।

ম্যাচ শুরুর আগে ক্রিকেটার এবং অফিসিয়ালদের ফোন আইসিসির দুর্নীতি দমন শাখার কর্মকর্তাদের হাতে দিয়ে দিতে হয় এবং ম্যাচ শেষে তারা সেইগুলো ফেরত পান।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘জ্বীন টু’
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
X
Fresh