• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ লক্ষ্মণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০১৮, ১২:১৩

গতরাতে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই তো ম্যাচ শেষে হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ প্রশংসায় ভাসিয়েছেন এ টাইগার অলরাউন্ডারকে।

গতকাল বেঙ্গালুরু বোলারদের তোপে পড়ে ১৪৭ রানে আটকে যায় হায়দরাবাদ। যেখানে সাকিবের সংগ্রহ ৩৫ রান। এই পুঁজিকে টার্গেট করে ব্যাট করতে নামা বেঙ্গালুরুর দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারে ১৩ বলে ২০ রান করা পার্থিব প্যাটেলকে এবং পরের ওভারে জ্বলে উঠতে থাকা কোহলিকে আউট করেন তিনি।

ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করে লক্ষ্মণ বলেন, হায়দরাবাদের বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড।

লক্ষ্মণ আরো বলেন, সাকিব প্রায় এখন দুটি করে উইকেট নিচ্ছে। তাছাড়া রান চেক দিচ্ছে। সে অনেক ঠান্ডা মেজাজের অ্যাটাকিং বোলার। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড।

--------------------------------------------------------
আরও পড়ুন : ওয়ানডের দায়িত্বে পেইন, টি-টোয়েন্টিতে ফিঞ্চ
--------------------------------------------------------

এছাড়া হায়দরাবাদের প্রত্যেক বোলারকেই আক্রমণাত্মক উল্লেখ করে লক্ষ্মণ আরও বলেন, আমাদের পাঁচজনই অ্যাটাকিং বোলার। এটাই আমাদের প্লাস পয়েন্ট।

উল্লেখ্য, এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে হায়দরাবাদ। আর সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেলো কোহলিরা।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh