• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এখনই রাজনীতি নিয়ে ভাবছেন না সাকিব

আরটিভি অনলাইন স্পোর্টস

  ১৪ এপ্রিল ২০১৮, ১৭:২৩

প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করতে দেখে অনেকেই ভেবে নিয়েছিল সাকিব হয়তো রাজনীতিতে আসছেন দ্রুতই। কিন্তু সাকিবের ভাবনা ভিন্ন। তাই সাকিবকে নিয়ে গুঞ্জন আপাতত শেষ হোক।

আইপিএলের ১১তম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে এখন ভারতে অবস্থান করছেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার। সেখানে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই’কে দেয়া সাক্ষাতকারে উঠে আসে অনেক কথা। উঠে আসে সাকিবের রাজনীতিতে আসা না আসার বিষয়ও।

ওই সাক্ষাতকারে ৩১ বছর বয়সী এই অল-রাউন্ডারকে রাজনীতিতে আসবেন কিনা জিজ্ঞেস করা হলে সাকিব বলেন, আপাতত ক্রিকেটটা উপভোগ করছি। ক্রিকেট নিয়েই থাকতে চাই, আরও অনেক দিন চালিয়ে যেতে চাই।

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন সাকিব। এরপর শ্রীলঙ্কা সফর থেকে এসে রাষ্ট্রপতির নৈশভোজের দাওয়াত পান সাকিব আল হাসান।

মূলত এখান থেকেই গুঞ্জন ওঠে সাকিবের রাজনীতিতে আসা নিয়ে। পিটিয়াই এর এমন কথায় এই গুঞ্জনও উড়িয়ে দেন সাকিব।

বলেন, প্রধানমন্ত্রী দেশের ক্রিকেটের খোঁজ নেন সবসময় এবং আমাদের উৎসাহ দেন। তবে উনার সাথে সেটি সৌজন্য সাক্ষাতই ছিল।

অবশ্য রাজনীতিতে আসার ব্যাপারটা সাকিব একেবারেই ফেলে দেননি। সেটি তার কথাতেই কিছুটা আঁচ করা যায়। এ নিয়ে তিনি বলেন, আমি আপাতত বর্তমান নিয়েই থাকতে চাই। ভবিষ্যতে কী হবে সেটা সময়ই বলে দেবে। তবে কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না।

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
অপরাজনীতি যেন চিরতরে দূর হয় : পররাষ্ট্রমন্ত্রী
ছবি নিয়ে রাজনীতি, কান্নায় ভেঙে পড়লেন নায়ক
বুয়েটে ছাত্র রাজনীতি প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh