• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অবসর ভেঙে ফিরছেন বুফন

স্পোর্টস ডেস্ক

  ২০ মার্চ ২০১৮, ১৮:৫২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কয়েকমাস পরই আবার ইতালি দলে ফিরেছেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। এ কিংবদন্তীকে রেখেই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে আজ্জুরিরা।

বিশ্বকাপে ওঠতে ইতালির ব্যর্থতার পর চোখের জলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪০ বছর বয়সী বুফন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না ২০০৬ বিশ্বকাপ জয়ী। জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারটা আরেকটু লম্বা করতে চান জুভেন্টাস আইকন। তাই তো তাকে দলে রাখা।

১৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বুফনকে আবারো দেখা যাবে ইতালির গোলবারের নিচে। সব ঠিক থাকলে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে প্রত্যাবর্তন হবে তার। বুফন বর্তমানে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের গোলবার সামলাচ্ছেন।

আগামী ২৩ মার্চ ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে আলবেসিলিস্তেদের মোকাবিলা করবে ইতালি। চারদিন পর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh