• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ১৯:৫১

মাঠের বাইরে কুইন্টন ডি ককের সাথে ঝামেলায় জড়ানো কি খুবই দরকার ছিল ডেভিড ওয়ার্নারের? ঝামেলাটা এতই প্রশ্নবিদ্ধ ছিল যে, ওয়ার্নারের নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

ডারবান টেস্টের চতুর্থ দিনে চা বিরতির সময় ড্রেসিং রুমে যাওয়ার পথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন এই দুই ক্রিকেটার। যার কারণ আইসিসি’র লেভেল টু এর আইন অনুযায়ী তিনটি ডিমেরিট পয়েন্ট সাথে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কেটে নেয়া হয় ওয়ার্নারের।

অন্যদিকে আইসিসি আইনের লেভেল ১ আচরণ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে ডি কক। যদিও সেটি মানতে নারাজ দক্ষিণ আফ্রিকান এই উইকেট কিপার। আইসিসি’র অভিযোগ না মানায় আগামী বুধবার পোর্ট এলিজাবেথে শুনানীতে উপস্থিত থাকতে হবে তাকে।

--------------------------------------------------------
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে আসছে ৫ বলের ওভার!
--------------------------------------------------------

এদিকে ওয়ার্নারের নামের পাশে যদি আরেকটি ডিমেরিট পয়েন্ট যোগ হয় তবে একটি টেস্ট কিংবা দুটি সীমিত ওভাবের ম্যাচ থেকে নিষিদ্ধ হবেন অস্ট্রেলিয়ান এই ওপেনার।

ওয়ার্নার আর ডি ককের ঘটনাটি প্রথমে প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম “ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া”। এরপরেই সেটি ছড়িয়ে পড়ে সামাজিক গণমাধ্যমে। নিন্দার ঝড় উঠে ক্রিকেট বিশ্বে।

এছাড়াও আগে থেকেই ফাফ ডু প্লেসিস আর কাগিসো রাবাদার নামের পাশে আছে তিনটি করে ডিমেরিট করেন। আগামী ম্যাচে তাই সতর্ক থাকতে হবে এই তিনজনকে।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh