• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গম্ভীরের হাতে দিল্লির আর্মব্যান্ড

স্পোর্টস ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ১৮:১০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১১তম আসরের পর্দা উঠবে এপ্রিলের ৭ তারিখ। ইতোমধ্যে প্রতিটি দলই তাদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। এর আগে টানা সাত বছর কলকাতার অধিনায়ক ছিলেন তিনি। তবে এই তারকা আইপিএলে ক্যারিয়ারের শুরুটা করেন দিল্লির হয়ে। এবারের আসরে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন গৌতম গম্ভীর।

বুধবার দিল্লি ডেয়ারডেভিলস তাদের অধিনায়ক হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করে।

এবারের আসরে কলকাতা ছেড়ে দেয় সাবেক অধিনায়ক গৌতমকে। ফলে নিলামে উঠতে হয়। কিন্তু নিলামের আগে গম্ভীরকে ২ কোটি ৮০ লাখ রূপিতে দলে নেয় দিল্লি।

নিজের রাজ্যের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে আনন্দিত গৌতম গম্ভীর জানান, দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক হতে পারাটা অনেক সম্মানের আমার জন্য। এই দলের হয়েই আমি আইপিএল শুরু করেছিলাম। তাছাড়া ক্রিকেট ক্যারিয়ারের শুরুটাও দিল্লির হয়ে। তাই নিজ শহরে ফেরার আনন্দ তো ছিলই। এবার সাথে যুক্ত হলো বড় দায়িত্ব। আশা করি দলকে সাফল্য এনে দিতে পারবো।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘অনৈতিক সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন শামি
-------------------------------------------------------

আইপিএলের শুরুতে দিল্লিতেই ছিলেন গম্ভীর। ২০১০ সালে দিল্লি থেকে কলকাতায় নাম লেখান তিনি। সাত বছরে দুইবার জেতেন ট্রফি। নিজ শহরের দলে তিন মৌসুম খেললেও বলার মতো পারফরম্যান্স নেই। এবার সেই আক্ষেপও দূর করতে চান গম্ভীর।

গম্ভীর বলেন, দিল্লির জন্য সব সময়ই আমার হৃদয় অনুভূত হয়। তিন বছর এখানে খেলেছি। এটা দারুণ কিছু। দিল্লির হয়ে খেলেই শেষ করতে চাই। কলকাতার হয়ে দুবার পেরেছি, আশা করছি তৃতীয়টা দিল্লির হয়ে করত পারব। দিল্লির ছেলে হিসেবে প্রত্যাশা করছি দিল্লি ডেয়ারডেভিলস এবার দারুণ কিছু করবে।

দিল্লির কোচ রিকি পন্টিং বলেছেন, গৌতম দীর্ঘদিন ধরেই অধিনায়কত্ব করছে। সে সব সময় নিজেকে প্রমাণ করেছে। একজন ব্যাটসম্যান হিসেবেও এবং অধিনায়ক হিসেবেও। তার ব্যক্তিত্ব দারুণ এবং সব সময় আত্মবিশ্বাসী থাকে। এটা দলের বাকিদের বেশ কাজে আসবে। ড্রেসিং রুমের গৌরব হবে গৌতম। ফ্র্যাঞ্চাইজি তাকে অধিনায়ক হিসেবে বেশ গর্বিত।

উল্লেখ্য, এই আসরে উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচে গৌতম গম্ভীরের দিল্লীর মুখোমুখি পাঞ্জাব। ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে আগামী ২৭ মে।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের নতুন নাম দিলো চেন্নাই
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh