• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ড্রিবলিংয়ে মেসি-নেইমারকে ছাড়িয়ে গেলেন তিনি

স্পোর্টস ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৯

ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকেই ড্রিবলিংয়ের রাজা বলা হয়। কিন্তু চলতি মৌসুমে সিংহাসনচ্যুত হয়েছেন তিনি। ইউরোপের সেরা পাঁচ লিগে চলতি মৌসুমে সাফল্যের বিচারে বল ড্রিবলিংয়ে সবার ওপরে অবস্থান চেলসির এডেন হ্যাজার্ডের!

দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের(সিআইইএস) একটি পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ড্রিবলিংয়ের সংখ্যা ও মানের হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘরোয়া লিগের প্রতি ৯০ মিনিটের হিসেবে সবচেয়ে সফল ড্রিবলার নেইমার। তার পয়েন্ট ৭ দশমিক ৩। অন্যদিকে মেসির পয়েন্ট ৫ দশমিক ৫ এবং হ্যাজার্ডের পয়েন্ট ৬ দশমিক ৪।

তবে সবমিলিয়ে সফল ড্রিবলিংয়ের শতকরা হারে এগিয়ে হ্যাজার্ড। তিনি ড্রিবলিং করেছেন শতকরা ৭৫ ভাগ। যেখানে নেইমার এবং মেসির সাফল্যের হার সমান ৬২ ভাগ করে।

চেলসির বেশির ভাগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এডেন হ্যাজার্ডকে কেউ কেউ লিওনেল মেসির সঙ্গে তুলনা করে থাকেন। কিন্তু তাতে ঘোর আপত্তি বেলজিয়ামের এই ফরোয়ার্ডের।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কাছে সত্যিকারের শিল্পী হলেন জিনেদিন জিদান ও রোনালদিনহোরা। বল নিয়ে এগিয়ে যাওয়া ও পাস দেয়ার বিচারে হুয়ান রোমান রিকুয়েলমে। আর আছে মেসি। বল নিয়ে তিনি যা করেন, তা অন্য কিছু।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
চেলসির জালে আর্সেনালের গোল উৎসব
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
X
Fresh