• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশকে বিপদে ফেলে মুশফিকের বিদায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৮

স্পিন বিষ কি তা হাড়ে হাড়ে টের পেয়েছে লঙ্কানরা। এবার মিরপুরের উইকেটে ভেল্কি দেখাচ্ছেন লঙ্কান পেসার সুরুাঙ্গা লাকমাল। লঙ্কান পেসারের তোপে তিন উইকেট হারিয়ে অনেকটা ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান। ক্রিজে ইমরুল কায়েস ১৮ ও লিটন দাস ১৩ রানে অপরাজিত আছেন।

মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। কিন্তু আবদুর রাজ্জাক ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে তাসের ঘরের মতো উড়ে যায় হাতুরুর শিষ্যরা। লেজের বাকি অংশটুকু ছেঁটে দেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ২২২ রান করতে সক্ষম হয় লঙ্কানরা।

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন তামিম ও ইমরুল। লাকমালের দ্বিতীয় বলে চার মেরে রানের খাতা খুলেন তিনি। কিন্তু তৃতীয় বলে ফিরে যান তামিম। ফিরতি ক্যাচ দেন লাকমালকে। তামিমের উইকেট নিয়ে টেস্টে একশ উইকেটের স্বাদ পান লাকমাল। সপ্তম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়েন লাকমাল।

--------------------------------------------------------
আরও পড়ুন: কারারক্ষী পদে জনবল নিয়োগ
--------------------------------------------------------

এরপর আগের টেস্টের দুই ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুলকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলাতে চেষ্টা করেন ইমরুল। উল্টো নিজের উইকেট আত্মহুতি দেন মুমিনুল হক। দৌড়ে প্রান্ত বদল করলেও পপিং ক্রিজের ভিতরে ব্যাট রাখতেই ভুলে গিয়েছিলেন মুমিনুল! তাতেই রান আউট মুমিনুল। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে দুই সেঞ্চুরি তুলে শ্রীলঙ্কাকে চাপে রেখেছিলেন মুমিনুল। আজ নিজের উইকেট উপহার দিয়ে এলেন শ্রীলঙ্কাকে।

এরপর ইমরুলের সঙ্গে এসে উইকেটে জুটি বাঁধেন মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছিলেন এ যেন তারই কার্বন কপি। ঠিক একইভাবে আউট হলেন মুশফিকুর রহিম। পেসার সুরাঙ্গা লাকমালের বল ছেড়ে দিয়ে বোল্ড ২২ বলে ১ রান করা মুশফিক। তার আউটের সময় বাংলাদেশের রান মাত্র ছিল ১২।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আম্পায়ার জেসিকে ক্রিকেটাররা ইতিবাচকভাবে গ্রহণ করেছে’-কোয়াবের বিবৃতি
বৃত্তি পেল সেরা ১৫ জন স্কুল ক্রিকেটার
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত
X
Fresh