• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ব্রাভোর আন্তর্জাতিক ভবিষ্যৎ কী?

স্পোর্টস ডেস্ক

  ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৪

২০০৪ সালের এপ্রিল মাসে ইংলিশদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জর্জ টাউনে ওয়ানডে ম্যাচে অভিষেক হয় ২১ বছরের এক তরুণের। ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে উজ্জ্বল ছিলেন তিনি। সে বছরই ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেক হয় তার। বোলার হিসেবে দলে যোগ দিলেও ক্রিকেট বিশ্বে ধীরে ধীরে দেখতে থাকে তার অলরাউন্ড নৈপুণ্য।

২০০৬ সালে টি-টোয়েন্টি শুরু হবার পর ছোট ফর‌ম্যাটে আজ অবধি অন্যতম সেরা তারকা হয়ে উঠেছে তিনি। বলছি ডোয়াইন জন ব্রাভোর কথা যিনি ডিজে ব্রাভো হিসেবেও বেশি পরিচিত।

মাঠে চমৎকার ক্রিকেটের পাশাপাশি নেচে-গেয়ে তিনি ভক্তদের মন মাতান। সবশেষ টেস্ট খেলেছেন ২০১০ সালে। দলের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন ২০০৪ সালে। তবে ক্যারিবীয়দের ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক চ্যাম্পিয়ন ব্রাভো।

সংক্ষিপ্ত এ ফরম্যাট খেলতে বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কুমিল্লা ভিকটোরিয়ানস, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেন্নাই সুপার কিংস, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দারস, বিগব্যাশের মেলর্বোন রেনেগেডসসহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর হয়ে খেলছেন তিনি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ক্রিকেটের সবশেষ ফরম্যাট টি-টেন লিগও মাতাচ্ছেন ৩৪ বছর বয়সী এ তারকা। যোগ দিয়েছেন মারাঠা অ্যারাবিয়ান্সে। আজ রোববার টুর্নামেন্টের শেষ দিন। শেষ করে উড়ে যাবেন মেলর্বোন রেনেগেডসের হয়ে বিগব্যাশে খেলতে।

শারজায় গণমাধ্যমের প্রশ্নের জবাবে সাফ জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো সম্ভাবনা নেই।

ব্রাভো বলেন, খেলা চালিয়ে যাওয়ার জন্য আমি এই টুর্নামেন্টগুলোর দিকেই তাকিয়ে আছি। আমি যত বেশি ক্রিকেট খেলতে পারি ততই খুশি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে যখন চিন্তা করছিলাম তখনই ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়লাম।

তিনি বলেন, আমি ফিট হওয়া সত্ত্বেও বাদ পড়লাম। আমি মনে করি না, ৩৪ বছর বয়সে ফেরার চিন্তা করাটা যৌক্তিক হবে। আমি শুধু দেখতে চাই আমার জন্য কী অবশিষ্ট রয়েছে।

ব্রাভো আরো বলেন, ভক্তরা দেখছেন ডোয়াইন ব্রাভো খেলছে, এটাই আমার মূল প্রাধান্য।

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
X
Fresh