• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

অজেয় ম্যানসিটি উড়ছেই

স্পোর্টস ডেস্ক

  ১৭ ডিসেম্বর ২০১৭, ১২:২০

ঠিক যেনো বার্সেলোনা। তবে এটা স্প্যানিশ লিগে নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল)। ফুটবল বিশ্ব ইংলিশ প্রিমিয়ার লিগে আরেক বার্সাকে দেখছে। সবকিছুর কারিগর একজনই। তিনি পেপ গার্দিওলা। একসময় বার্সার কোচ হয়ে ডাগআউট কাঁপিয়েছেন। পরে বায়ার্নের হয়ে কাঁপান জার্মান বন্দুসলিগা। এখন কাঁপাচ্ছেন ম্যানসিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ।

ম্যানসিটিকে ইতোমধ্যে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। টানা ১৬ ম্যাচ জিতে উড়ছে তারা। এমন একটা পরিবেশ তৈরি করেছেন যে তাদের হারানোর মতো কোন টিম এখন নেই।

যেভাবে ম্যানসিটি জিতে চলেছে তাতে ১০০ পয়েন্ট পেয়ে শিরোপার স্বপ্ন দেখতেই পারে তারা। তাহলে প্রিমিয়ার লিগ ইতিহাসে অনন্য রেকর্ড গড়বে গার্দিওলার শিষ্যরা! দারুণ ছন্দে এগিয়ে চলা পেপ গার্দিওলার দলের এবারের শিকার টটেনহ্যাম হটস্পার।

শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে টটেনহ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। এই নিয়ে লিগে টানা ১৬ ম্যাচ জিতলো তারা।

টানা রেকর্ড জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা ম্যানসিটির শুরুটা হয় দারুণ। ম্যাচের চতুর্দশ মিনিটে স্বদেশি মিডফিল্ডার লেরয় সানের কর্নারে বল ফাঁকায় পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন ইলকাই গুন্ডোগান। প্রথমার্ধের বাকি সময় আক্রমণ করে খেললেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি।

বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে কাছে রাখে সিটি। ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইনে। গুন্ডোগানের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ামের মিডফিল্ডার।

৭৫তম মিনিটে ডি-বক্সে ডি ব্রুইনে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। সুযোগটা হাতছাড়া করেন গাব্রিয়েল জেসুস; তার স্পট কিক পোস্টে লাগার পর রাহিম স্টার্লিংয়ের ফিরতি শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়।

এর পাঁচ মিনিট পর কাছ থেকে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন রাহিম স্টার্লিং। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ইংলিশ মিডফিল্ডার স্টার্লিংয়ের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির। যোগ করা সময়ে অতিথিদের সান্ত্বনাসূচক গোলটি করেন ক্রিশ্চিয়ান এরিকসেন।

১৮ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল গার্দিওলার সিটি। ১৪ পয়েন্ট পিছিয়ে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড।

সাউদাম্পটনকে ১-০ গোলে হারানো চেলসি ১৮ ম্যাচে ইউনাইটেডের সমান ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

দিনের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারানো আর্সেনাল ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে বার্নলি।

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিপক্ষের জালে সাবিনা-মারিয়াদের ১৯ গোল
নারী ফুটবল লিগের সূচি বদলে দিলেন সালাউদ্দিন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
ইউরোর আগে নিষিদ্ধ হতে পারে স্পেনের ফুটবল!
X
Fresh