• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ফেদেরারের বিশ্বরেকর্ড ভাঙলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ এপ্রিল ২০২৪, ১৯:২৩
জোকোভিচ
ছবি-এএফপি

সবচেয়ে বেশি বয়সে এটিপি টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখে বিশ্বরেকর্ড গড়লেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। এতে ভেঙে গেল সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার বিশ্বরেকর্ড।

২০১৮ সালের ২৪ জুন ৩৬ বছর ৩২০ দিন বয়সে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ফেদেরার। সোমবার (৮ এপ্রিল) ৩৬ বছর ৩২১ দিন বয়সে পা দিয়ে ফেদেরারের বিশ্বরেকর্ড ভাঙলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচ।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে সোমবার ৪১৯তম সপ্তাহ শুরু করেই বিশ্বরেকর্ডের কীর্তি গড়েন জোকোভিচ।

জকোভিচ এবং ফেদেরারের পর এই রেকর্ডের তালিকায় তৃতীয় ও চতুর্থস্থানে আছেন যথাক্রমে স্পেনের রাফায়েল নাদাল ও যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসি। ৩৩ বছর ২৪৪ দিন বয়সে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল। ৩৩ বছর ১৩১ দিন বয়সে শীর্ষে ছিলেন ৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আগাসি।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ২৩ আগস্ট থেকে প্রথম এটিপি র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইডেনে রান উৎসব, রেকর্ডে ঠাসা ম্যাচে পাঞ্জাবের বিশ্বরেকর্ড
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
পাওয়ারপ্লেতে হায়দরাবাদের বিশ্বরেকর্ড
পেসার নাহিদ রানার ‘শূন্য’র বিশ্ব রেকর্ড
X
Fresh