• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

পেসার নাহিদ রানার ‘শূন্য’র বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ মার্চ ২০২৪, ১৯:৩১
রানা
ছবি-সংগৃহীত

বোলারদের জন্য ব্যাট হাতে রান করাটা পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য কাজই বটে। এমন অনেক উদাহরণই আছে। এবার ব্যাট হাতে এমন লজ্জার বিশ্ব রেকর্ডই গড়লেন টাইগার পেসার নাহিদ রানা।

২০২১-২২ মৌসুমের জাতীয় লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে এই পেসারের অভিষেক হয়। সেবার রাজশাহীর হয়ে খেলেছিলেন তিনি।

১৬ ম্যাচের ক্যারিয়ারে মোট ২১ ইনিংসে ব্যাট হাতে ২২ গজে নেমেছিলেন তিনি। তবে মাত্র তিন ইনিংসে রানের খাতা খুলতে পেরেছিলেন তিনি। সব মিলিয়ে করেছেন মাত্র ১১ রান।

এবার সিলেট টেস্টে অভিষেকে দুই ইনিংসেও রানের খাতা খোলা হয়নি এই পেসারের। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ বলে ০ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় ইনিংসের অষ্টম বলেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে টানা ১৮ ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ২১ বছর বয়সী এই পেসার।

এই তালিকার দুইয়ে আছেন ২২৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ইংল্যান্ডের মার্ক রবিনসন। ১৯৯০ সালে টানা ১২ ইনিংসে রান করতে পারেননি তিনি।

এই তালিকায় যৌথভাবে তিনে আছেন তিনজন। তারা হলেন- পাকিস্তানের ফয়সাল ইয়াসিন, লঙ্কান মোহাম্মদ দিলশাদ এবং আরেক বাংলাদেশি খালেদ আহমেদ।

প্রথম শ্রেণির ক্রিকেটে টানা রানহীন ইনিংসের মালিক :

ইনিংস ব্যাটসম্যান দেশ মৌসুম
১৮ নাহিদ রানা বাংলাদেশ ২০২২/২৩–২০২৩/২৪
১২ মার্ক রবিনসন ইংল্যান্ড ১৯৯০
১১ ফয়সাল ইয়াসিন পাকিস্তান ২০১৩/১৪–২০১৪/১৫
১১ মোহাম্মদ দিলশাদ শ্রীলঙ্কা ২০১৪/১৫–২০১৬/১৭
১১ খালেদ আহমেদ বাংলাদেশ ২০২১/২২–২০২২

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০০ কোটি ইউরো রাজস্ব আয়ে রিয়ালের বিশ্বরেকর্ড
গোলশূন্য প্রথমার্ধ শেষ করল কলম্বিয়া-আর্জেন্টিনা
পেলেকে টপকে ইয়ামালের বিশ্বরেকর্ড
প্রথমার্ধে গোলশূন্য ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ