• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কাল ম্যাচ, এখনও স্কোয়াডই ঘোষণা করেনি শ্রীলঙ্কা!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ মার্চ ২০২৪, ১৭:৪৭
বাংলাদেশ
ছবি-সংগৃহীত

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি শেষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। আগামী বুধবার (১৩ মার্চ) মাঠে গড়াবে এই সিরিজের প্রথম ম্যাচ। তবে এখনও ওয়ানডে সিরিজের স্কোয়াডই ঘোষণা করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশে পূর্ণাঙ্গ সফরে কেবল টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিল লঙ্কানরা। ২০ ওভারের এই ফরম্যাট শেষে কেটে গেছে প্রায় তিনদিন। চট্টগ্রামে অনুশীলনে ব্যাটার পাথুম নিসাঙ্কা, অলরাউন্ডার চামিকা করুণারত্নদের দেখা গেছে। তবে ওয়ানডে স্কোয়াড নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি লঙ্কানরা।

জানা গেছে, নুয়ান থুসারা ও মাথিশা পাথিরানারা টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে যোগ দেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড। সেখানে তার কাছে ওয়ানডে স্কোয়াড এখনও ঘোষণা না হওয়ার কারণ জানতে চাওয়া হয়।

জবাবে সিলভারউডের ভাষ্য, সত্যি বলতে আমার কোনো ধারণা নেই। আমি প্রেস রিলিজ সামলাই না। আমি দুর্ভাগ্যজনকভাবে উত্তর দিতে পারছি না।

এদিকে পুরো স্কোয়াডে না জানালেও পরে জানালেন, চোট কাটিয়ে নিসাঙ্কা ফিরেছেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। এ ছাড়া বোলিং আক্রমণে থাকা দিলশান মাধুশঙ্কা, প্রমোদ মাধুশান, আসিথা ফার্নান্ডোরা এই সিরিজে থাকছেন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বেলা দুইটায়। অন্যদিকে শেষ ম্যাচটি সকাল ১০টায় মাঠে গড়াবে।

এর আগে, প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে এক নুয়ান থুসারার তাণ্ডবে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের।

অন্যদিকে চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিনদিনের বিরতি দিয়ে ফের চট্টগ্রামে ফিরে দ্বিতীয় টেস্ট খেলবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে গড়াবে সিরিজের শেষ টেস্ট।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ এপ্রিল)
১ মাসে ইসলামী ব্যাংকগুলোর সম্পদ কমেছে ১৩ হাজার কোটি টাকা
ফেসবুকে বিমানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সর্তক করল কর্তৃপক্ষ
টিকাদানের সক্ষমতা আরও বাড়াবে ডিএনসিসি : মেয়র আতিক 
X
Fresh